প্রকাশ: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ৩:২৮ পিএম

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র গবেষণা কেন্দ্র স্থাপন করা হবে, যেখানে মহানবী (সা.)-এর জীবন, আদর্শ ও কর্ম নিয়ে বিশেষভাবে গবেষণা করা হবে। সেই গবেষণার ফলাফলকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেয়া হবে, যাতে মহানবীর শিক্ষা ও নীতিমালা আরও বিস্তৃতভাবে পৌঁছে যায়।
আজ বুধবার (সেপ্টেম্বর ১০) বিশ্ববিদ্যালয়ে সিরাতুন নবি (সা.) উদযাপন উপলক্ষ্যে ‘বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সুন্নাতে রাসুল্লাহ (সা.) শীর্ষক’ আলোচনা সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, ‘বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ আমাদেরকে বিচলিত করছে। তবে এ সমস্যা মোকাবেলার জন্য আমরা প্রায়শই দূরের কিছু খুঁজে বের করার চেষ্টা করি, যা কার্যকর নয়। পৃথিবীর আনাচে-কানাচে খুঁজে বেড়ানোর প্রয়োাজন নেই। ইসলামী বিশ্ববিদ্যালয়ে রাসুল (স.)-কে নিয়ে পাঠদান না হলে বাংলাদেশে আর কোথাও সুযোগ আছে বলে মনে হয় না। উপমহাদেশে এরকম ইনস্টিটিউট আর কোথায় আছে কি-না আমার জানা নাই। রাসুল না আসলে পৃথিবী এত সভ্যতা ফিরে পেত না।’
উপাচার্য দৃঢ়তার সাথে বলেন, ‘আমাদের মহানবীর আদর্শ অনুসরণ করলেই সমস্যার সমাধান সম্ভব।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য ড. এম. এয়াকুব আলী, কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সিরাত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ এবং সিরাতুন নবি (সা.) উদযাপন কমিটির আহবায়ক ও ধর্মতত্ব ও ইসলামী শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম. ছিদ্দিকুর রহমান আশ্রাফী।
আজকালের খবর/ওআর