ফিলিস্তিনের প্রেসিডেন্টের ওপর ভিসা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১১:৩১ এএম
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস ও আরও প্রায় ৮০ জন ফিলিস্তিনি কর্মকর্তার ভিসা বাতিল করেছে যুক্তরাষ্ট্র। ফলে আগামী মাসে নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে পারবেন না আব্বাস। শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও অভিযোগ করেছেন, ফিলিস্তিনিরা শান্তি প্রচেষ্টাকে ব্যাহত করছে এবং "কাল্পনিক ফিলিস্তিনি রাষ্ট্রের একতরফা স্বীকৃতি" চাইছে। ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।

এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন দেশের স্বীকৃতি দেয়ার কথা রয়েছে ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দৃঢ়ভাবে বিরোধিতা করছে। ফলে অধিবেশনের আগেই ভিসা নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

রুবিও বলেছেন, জাতিসংঘ সদর দপ্তরের চুক্তি অনুযায়ী নিউইয়র্কে থাকা ফিলিস্তিনি মিশনের প্রতিনিধিরা বৈঠকে অংশ নিতে পারবেন। তবে ভিসা বাতিলের এই পদক্ষেপ ওই চুক্তির সঙ্গে সাংঘর্ষিক কি না, তা স্পষ্ট নয়।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় একে “আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সদর দপ্তরের চুক্তির সুস্পষ্ট পরিপন্থী” বলে অভিহিত করেছে এবং যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

জাতিসংঘের মুখপাত্র স্তেফান দুজারিচ বলেছেন, সকল সদস্য রাষ্ট্র ও পর্যবেক্ষক রাষ্ট্রের প্রতিনিধিত্ব থাকা জরুরি, বিশেষ করে আসন্ন দুই-রাষ্ট্র সমাধানবিষয়ক বৈঠকের আগে।

এদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সা’র এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সব সময়ই দুই-রাষ্ট্র সমাধানের বিরোধিতা করে আসছেন। তার দাবি, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া মানে “হামাসের সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা”।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় দক্ষিণ ইসরায়েলে প্রায় ১,২০০ জন নিহত এবং ২৫১ জনকে আটক করার পর গাজায় ব্যাপক সামরিক অভিযান চালায় ইসরায়েল। হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেবে, এরপর থেকে গাজায় নিহতের সংখ্যা ৬৩ হাজার ছাড়িয়েছে।

ফিলিস্তিন বর্তমানে জাতিসংঘের ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ১৪৭টির স্বীকৃতি পেলেও এর কোনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত সীমান্ত নেই। পশ্চিম তীরের বড় অংশ ইসরায়েলি দখলে এবং গাজায়ও একই ধরনের দখলের আহ্বান থাকায়, কাগুজে স্বীকৃতি বাস্তবে তেমন পরিবর্তন আনবে না বলেই মনে করা হচ্ছে। সূত্র: বিবিসি

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সংস্কার না হলে নুরের পরিণতি আমাদের জন্যও অপেক্ষা করছে: হাসনাত
বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে তাজুল ইসলাম খানের প্রীতিভোজ
জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে একমত জামায়াত: তাহের
যারা একসময় হতাশায় ভুগেছিল, তারাই এখন দেশের নেতৃত্ব দিচ্ছে : প্রধান উপদেষ্টা
ফের বাড়ল সোনার দাম
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
জাকসু নির্বাচনে ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের 'সংশপ্তক' প্যানেল ঘোষণা
নুরের চোয়ালের হাড় ভেঙে গেছে, মেডিকেল বোর্ড গঠন
নুরের ওপর হামলার ঘটনায় কর্মসূচি ঘোষণা করল জামায়াত
বাংলাদেশের সংবিধানে পিআর নামক কোনো শব্দ নাই: সালাহউদ্দিন আহমদ
নুরের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার আশ্বাস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft