সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি: ড. কামাল হোসেন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫, ১২:৩৩ এএম
সংবিধানকে বিতর্কিত কিংবা সংবিধান নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি না করতে আহ্বান জানিয়ে বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা ও গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, সংবিধানের মূলনীতি থেকে আমরা সরে যাচ্ছি।

সোমবার (২৫ আগস্ট) বিকেলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন তিনি।

সংবিধানকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, আমরা সংবিধানের মূলনীতি থেকে সরে যাচ্ছি। এ থেকে কীভাবে পাস কাটিয়ে দেশ শাসন করা যায়, সেই প্রবণতাই আমরা দেখছি। এই প্রবণতা থেকে আমাদের সরে থাকতে হবে। আসুন, আমরা সংবিধানকে নিয়ে কোনো বিতর্ক সৃষ্টি করব না, বিতর্কিত করব না, বিশেষ করে মৌলিক বিষয়গুলোকে বিতর্কিত করব না। তাহলে দেশে গণতন্ত্র থাকবে, সুশাসন থাকবে, মানুষ তার মৌলিক অধিকার ভোগ করতে পারবে। এটা নিয়ে আমরা কোনো আপস করব না। আপস করার কোনো প্রশ্নই ওঠে না। 

সমষ্টিগতভাবে আজ আমাদের সমাজ ব্যবস্থা-শাসনব্যবস্থা সংকটের মধ্যে পড়ে গেছে মন্তব্য করে বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা বলেন, কারণ সংবিধানের মূলনীতি না মেনে কিংবা পাস কাটিয়ে আমরা দেশ শাসনের চেষ্টা করছি। আমরা যদি দেশে সুশাসন ও সাংবিধানিক শাসন চাই, তাহলে সংবিধানের মূলনীতিকে অক্ষরে অক্ষরে পালন ও শ্রদ্ধা করতে হবে। যত কঠিনই হোক না কেন, আমরা যেন এখান থেকে সরে না যাই, কোনো আপস না করি। কিন্তু সংবিধানের মূলনীতি মেনে দায়িত্ব পালনে আমাদের যেটা করণীয়, সেটা করছি না। আমরা আইনজীবীরা নিজেদের মধ্যে বিভক্ত হয়ে সংবিধানের মূলনীতিকে নানানভাবে অপব্যাখ্যা করে কার্যকর হতে দিচ্ছি না। দেশ যে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, যে সংকটের মধ্যে আমরা বাস করছি। এটাই হলো এর মূল কারণ।

গণফোরামের ইমেরিটাস সভাপতি বলেন, আমাদের এখন দেখতে হবে, কোন কোন ব্যাপারে এগুলো পালন হচ্ছে না। সেগুলো যাদের পালন করার কথা, তারা যেন পালন করে। সে ব্যবস্থা করতে হবে। না পালন করলে তাদের সেখান থেকে সরিয়ে দেওয়া হোক। কারণ, যারা সংশ্লিষ্ট দায়িত্বে থাকেন, তারা শপথ নিয়ে থাকেন যে, এই সংবিধানকে অক্ষরে অক্ষরে পালন করবেন। কিন্তু শপথ ভঙ্গ করে তারা যদি সেখান থেকে সরে যান, তাহলে সংবিধানও থাকে না, সংবিধানের শাসনও থাকে না, সুশাসনও থাকে না। 

দেশকে সুশাসন ও সাংবিধানিক শাসনে নিতে হলে এর কোনো বিকল্প নেই মন্তব্য করে ড. কামাল হোসেন বলেন, আইনজীবীদের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিন্নমত থাকতে পারে; কিন্তু মৌলিক বিষয় নিয়ে, সংবিধানের মূলনীতি নিয়ে দ্বিমত করা যাবে না। এখানে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। 

আলোচনা সভায় সংগঠনের সভাপতি ও গণফোরামের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন বিএনপি ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন, সংবিধান বিশেষজ্ঞ ড. শাহদীন মালিক, বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির সহসভাপতি অ্যাডভোকেট জগলুল হায়দার আফ্রিক প্রমুখ।


আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ভিসা-গ্রিনকার্ড নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র
আবারও নিষিদ্ধ হতে পারে ভারতের ফুটবল
সংসদ নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, প্রকাশ শিগগিরই
শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
ইস্যু তৈরি করে সম্প্রীতি বিনষ্টের চেষ্টা বরদাশত করা হবে না: প্রেস সচিব
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নির্বাচনবিরোধী কথা যারাই বলবে, রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন
দলীয় পদ হারালেন বিএনপি নেতা ফজলুর রহমান
‘অটোমেশন চালু না হওয়া পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে’
অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালার শেষ দিন বুধবার
তিন দফা দাবির সমাধান না হলে কঠোর কর্মসূচির হুমকি প্রকৌশল শিক্ষার্থীদের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft