রাজধানীর মহাখালীতে একটি বাস কাউন্টার দখলকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে হামলার ঘটনা ঘটেছে। পরে আক্তার গ্রুপ ওই কাউন্টার দখলে নেয়। ক্ষুব্ধ হয়ে বাস শ্রমিকদের একটি পক্ষ মহাখালী বাস টার্মিনালের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে মহাখালী-বনানী সড়ক বন্ধ থাকায় আশপাশ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, মহাখালী টার্মিনালের অদূরে (টার্মিনালের বাইরে) একটি ভবনে থাকা বাস কাউন্টার দখল নিয়ে আজ সন্ধ্যায় স্থানীয় বিএনপির আজাদ ও আক্তার গ্রুপে ঝামেলা হয়। এক গ্রুপ বলছে, তারা নতুন করে ভবনে থাকা বাস কাউন্টার ভাড়া নেওয়ার চুক্তি করেছেন। আরেকপক্ষ বলছেন, আগে থেকেই তাদের চুক্তি রয়েছে। এ নিয়ে আক্তার গ্রুপের লোকজন একজন শ্রমিককে মারধর করেন। এর জেরে রাত ১০টার দিকে শ্রমিকরা টার্মিনালের সামনের সড়কে বাস আড়াআড়ি করে দিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় তেজগাঁও, গুলশানসহ আশপাশ এলাকায় তীব্র যানজট সৃষ্টি হয়। রাত ১১টায় অবরোধ সরিয়ে নেন তারা।
বিলাস পরিবহনের মালিকপক্ষের একজন এবং ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবদুল বাতেন বলেন, ওই ভবনে আগে এনা পরিবহনের (ঢাকা-সিলেট রোডের গাড়ি) কাউন্টার ছিল। সম্প্রতি ভবন মালিক ৩০ লাখ টাকা অগ্রিম নিয়ে বিলাস পরিবহনকে ভাড়া দিয়েছেন। মাসিক ভাড়া দুই লাখ টাকা। গত শুক্রবার এনা পরিবহন ভবন ছেড়ে দিয়েছে। এরপর শনিবার বিলাস পরিবহনের ব্যানার টানানো হয়েছে ওই কাউন্টারে। আওয়ামী লীগ নেতা ও এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্যাহ শেখ হাসিনার পতনের পর দেশ ছেড়েছেন। ঢাকা-সিলেট রুটে এনার বাস চালাচ্ছেন ভাসাবীর মালিক বিএনপি নেতা কামাল জামান মোল্লা। রোববার জামানের নির্দেশে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মিজানুর রহমান আক্তার অস্ত্রশস্ত্র নিয়ে ওই কাউন্টার দখলে নেন। বিলাসের সাইনবোর্ড ফেলে দেন তারা। একজন শ্রমিককে মারধর করে তারা। এর প্রতিবাদে শ্রমিকরা সড়ক অবরোধ করেন।
খন্দকার এনায়েত উল্যাহ বলেন, ভবন মালিকের সঙ্গে আমার ২০২৬ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। মালিককে ভয় দেখিয়ে চুক্তির কাগজ তৈরি করেছেন বিলাস পরিবহনের মালিকরা। আমি বিদেশে থাকায় ঢাকা-সিলেট রুটে এনা পরিবহনের বাস দেখভালের দায়িত্ব নিয়েছেন জামান। চুক্তি অনুযায়ী কাউন্টার ভবনের ভাড়াটে এখনো এনা পরিবহন। তাই জামান সেটির দখল বুঝে নিতে গিয়েছেন। কিন্তু বিলাস পরিবহন সেটি অবৈধভাবে দখল করে রয়েছে।
ঢাকা মহানগর পুলিশের গুলশনার জোনের সহকারি কমিশনার আলী আহাম্মেদ মাসুদ রাত ১২টায় বলেন, কাউন্টারটি কারো দখলে থাকবে না বলে জানানো হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত এটি পুলিশ ব্যবহার করবে।
আজকালের খবর/ এমকে