প্রকাশ: শুক্রবার, ১৭ জানুয়ারি, ২০২৫, ১০:১০ AM
বর্তমানে সঙ্গে মানিব্যাগ না থাকলে ফোনটি নিতে কেউ ভুল করেন না। সঙ্গে ফোন থাকলে টাকারও সমস্যা নেই। যে কোনো জায়গায় অনলাইন পেমেন্ট করতে পারছেন কিংবা টাকা বের করে বিল মেটাতে পারছেন। নতুন ফোন কেনার পর অনেকেই পুরোনো ফোনটি বিক্রি করে দেন।
তবে ফোন বিক্রি করে অনেক বড় বিপদে পড়তে পারেন। অবাক হচ্ছেন নিশ্চয়ই? যে ফোন বিক্রি করে কীভাবে বিপদে পড়বেন। আসলে আপনি ফোন বিক্রি করার পর সেটা যদি কোনো দুষ্টু লোকের হাতে পরে তাহলে আপনার ফোনে ডাটা বা ছবি চুরি করে সে আপনাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেইল করতে পারে।
তাই পুরোনো ফোন বিক্রির আগে ৪টি কাজ অবশ্যই আপনাকে করতে হবে। দেখে নিন সেসব কী-
ফোনের ব্যক্তিগত তথ্য মুছে ফেলুন
পুরোনো ফোন বিক্রির আগে এটি নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে আপনার ব্যক্তিগত তথ্য যেন অন্যের হাতে না পড়ে। ফোনে থাকা গুরুত্বপূর্ণ তথ্য, যেমন ফোন নম্বর, ছবি, ভিডিও, মেসেজ এবং নথি ক্লাউড স্টোরেজ বা অন্য ডিভাইসে ব্যাকআপ নিন। গুগল অ্যাকাউন্টের মাধ্যমে গুগল ড্রাইভে ব্যাকআপ করুন।
ফ্যাক্টরি রিসেট করুন
ব্যাকআপ নেওয়ার পর ফোনটি ফ্যাক্টরি রিসেট করুন, যা ফোন থেকে সব তথ্য মুছে ফেলবে। অ্যান্ড্রয়েড ফোনে: সেটিংস > সিস্টেম > রিসেট > ফ্যাক্টরি রিসেট। আইফোনে: সেটিংস > জেনারেল > রিসেট > ইরেজ অন কনটেন্ট অ্যান্ড সেটিংস।
অ্যাকাউন্ট থেকে লগআউট করুন এবং লিংক মুছে ফেলুন
যেসব অ্যাপে আপনি লগইন করেছেন (ফেসবুক, ইনস্টাগ্রাম, পে-অ্যাপ), সেগুলো থেকে সাইন আউট করুন। আপনার ফোনের যে কোনো অ্যাকাউন্ট, যেমন গুগল, অ্যাপল, ফেসবুক, বা ই-মেইল অ্যাকাউন্ট থেকে লগআউট করা বাধ্যতামূলক।
ফোনটি পরিষ্কার এবং মেরামত করুন
পুরোনো ফোন বিক্রির আগে এর চেহারা ও অবস্থা ভালো করে সাজানো হলে আপনি ভালো মূল্য পেতে পারেন। ফোনের বাইরের অংশ পরিষ্কার করুন। একটি মাইক্রোফাইবার কাপড় ও অ্যালকোহল-ভিত্তিক ক্লিনার দিয়ে স্ক্রিন ও বডি মুছে নিন।ফোনের পোর্টগুলো (চার্জিং পোর্ট, হেডফোন জ্যাক) পরিষ্কার করুন।
আজকালের খবর/ এমকে