সোমবার ২৮ এপ্রিল ২০২৫
ইজির শীতের শার্ট
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৫ নভেম্বর, ২০২৩, ৬:২৯ PM আপডেট: ১৮.১২.২০২৩ ৭:৪৪ PM
চারদিকে জেঁকে বসেছে শীত। আর এই শীতে ছেলেদের জনপ্রিয় ফ্যাশন হাউজ ইজি সেজেছে শীত সম্ভারে। দেশব্যাপী ইজির সবক'টি আউটলেট সেজেছে শীত সম্ভারে। ইজির শীত পোশাকের মধ্যে আরো রয়েছে ফ্যাশনেবল জ্যাকেট, সোয়েটার, ব্লেজার, কোট, হুডি, ফুলস্লীভ টি শার্ট,   ইত্যাদি। আর এর বাইরে নিয়মিত সব সংগ্রহতো থাকছেই। ইজির পোশাকগুলোর রঙ ও ফেব্রিকে রয়েছে বৈচিত্র্য। মূলত তরুণ-তরুণীদের কাছে ইজির পোশাকের রয়েছে আলাদা গ্রহণযোগ্যতা। সারা দেশে ছড়ানো ইজির সব আউটলেট ছাড়াও ইজির সব পোশাক পাওয়া যাচ্ছে ইজির অফিশিয়াল ফেসবুক পেজে।

আজকালের খবর/আতে