প্রকাশ: শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬, ১:০২ পিএম

প্রতি বছরের ন্যায় এবারও ছিন্নমূল, ভবঘুরে, গৃহহীন ও হতদরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র ও কম্বল বিতরণ করেছে ফ্রেন্ডস গ্র্যাজুয়েট ক্লাব।
শুক্রবার (২ জানুয়ারি) দিবাগত রাতে ক্লাবের সদস্যরা গাজীপুর মহানগরের পূবাইল রেলওয়ে স্টেশন, বাস স্টেশন ও আশপাশের এলাকায় এবং কালীগঞ্জ উপজেলার আওতাধীন রেলওয়ে স্টেশন, বাস স্টেশন ও কালীগঞ্জ বাজার এলাকায় অসহায় ও হতদরিদ্র মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন।
উল্লেখ্য, ২০১৭ সালে প্রতিষ্ঠার পর থেকেই ফ্রেন্ডস গ্র্যাজুয়েট ক্লাব এলাকার প্রান্তিক ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সংগঠনটি নিয়মিতভাবে বৃক্ষরোপণ কর্মসূচি, নারী অধিকার বিষয়ে সচেতনতামূলক সেমিনার, শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে বিশেষ কার্যক্রম, মেধাবী দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, অসহায় মানুষের চিকিৎসা সেবা এবং বিনামূল্যে রক্তদান কর্মসূচি পরিচালনা করে আসছে।
ফ্রেন্ডস গ্র্যাজুয়েট ক্লাবের সদস্যরা জানান, সামাজিক দায়বদ্ধতা থেকেই তারা মানবসেবায় যুক্ত হয়েছেন। ভবিষ্যতেও নিজেদের সামর্থ্য অনুযায়ী সমাজের প্রান্তিক ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
স্থানীয়ভাবে একটি স্বনামধন্য স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে ফ্রেন্ডস গ্র্যাজুয়েট ক্লাব ইতোমধ্যেই মানুষের আস্থা ও সুনাম অর্জন করেছে।
আজকালের খবর/বিএস