বুধবার ৭ জানুয়ারি ২০২৬
ডিজিটাল সংবাদকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে `দ্য ফ্রন্ট পেজ’
নিউজ ডেস্ক
প্রকাশ: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫, ৫:৪৮ পিএম
বাংলাদেশের ডিজিটাল মিডিয়া পরিসরে নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে ‘দ্য ফ্রন্ট পেজ (TFP)’। সোশ্যাল মিডিয়া-নির্ভর তরুণ প্রজন্মের জন্য ক্ষুদ্রাকৃতির, ভিজ্যুয়াল ও তথ্য-যাচাইকৃত সংবাদ পরিবেশনের মাধ্যমে এই ডিজিটাল নিউজরুমটি ইতোমধ্যে দেশের ফার্স্ট সংবাদ প্ল্যাটফর্মে পরিণত হয়েছে। এর নেপথ্যে রয়েছেন সাইবার সিকিউরিটি পেশাজীবী ও ইউনিভার্সিটি কলেজ লন্ডন (UCL)– এর গ্র্যাজুয়েট ফাসবীর এসকান্দার এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের স্নাতক শাহ মো. আকিব মজুমদার। 

তারা জানান, দ্য ফ্রন্ট পেজের যাত্রা শুরু হয় একটি মৌলিক প্রশ্ন থেকে। নির্ভুলতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রেখে কীভাবে গুরুতর সংবাদকে এমন এক প্রজন্মের কাছে পৌঁছানো যায়, যারা দ্রুতগতির ভিজ্যুয়াল টাইমলাইনে অভ্যস্ত? এ প্রসঙ্গে ফাসবীর এসকান্দার বলেন, “আমরা লক্ষ্য করেছি, অনেক তরুণ মূলধারার সংবাদ থেকে দূরে সরে যাচ্ছে। কারণ তারা উদাসীন নয়, বরং প্রচলিত সংবাদ ফরম্যাট তাদের বাস্তব জীবনের সঙ্গে মানানসই নয়। তাই আমরা গুরুত্বপূর্ণ তথ্যকে সংক্ষিপ্ত শিরোনাম, পরিষ্কার ভিজ্যুয়াল ও যাচাইকৃত তথ্যের মাধ্যমে উপস্থাপনের সিদ্ধান্ত নেই।”

অনুসন্ধানে জানা গেছে, শুরুতে একটি ছোট এবং প্রায় অজ্ঞাত উদ্যোগ হিসেবে যাত্রা শুরু করলেও, দ্য ফ্রন্ট পেজ দ্রুতই তরুণদের মধ্যে জনপ্রিয়তা পায়। দৈনন্দিন জীবনের সঙ্গে সম্পর্কযুক্ত বিষয়গুলো সহজ ও প্রাসঙ্গিকভাবে তুলে ধরাই ছিল এই প্ল্যাটফর্মের মূল শক্তি। আন্তর্জাতিকভাবে প্রকাশিত একটি জনপ্রিয় পণ্যের বাংলাদেশে অতিরিক্ত দামের বিষয়টি তুলে ধরা একটি পোস্ট দ্য ফ্রন্ট পেজের প্রথম দিকের ভাইরাল কনটেন্টগুলোর একটি। এই পোস্টটি প্রমাণ করে যে, বাস্তব অভিজ্ঞতা থেকে উঠে আসা ক্ষুদ্রাকৃতির রিপোর্টিংও ব্যাপক জনসম্পৃক্ততা তৈরি করতে পারে। শাহ মো. আকিব মজুমদার বলেন, “শুরুর দিকে আমাদের লক্ষ্য ছিল না বড় হওয়া। বরং আমরা গুরুত্ব দিয়েছি দায়িত্ববোধে—যা প্রকাশ করছি, তা যেন সঠিক, প্রাসঙ্গিক এবং মানুষের জন্য উপকারী হয়। মানুষ যখন বুঝেছে আমাদের তথ্যের ওপর ভরসা করা যায়, তখনই স্বাভাবিকভাবে আমাদের পরিসর বেড়েছে।”

দর্শকসংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে প্ল্যাটফর্মটিকে টেকসই রাখতে গড়ে তোলা হয় সুস্পষ্ট সম্পাদকীয় কাঠামো, যাচাইয়ের মানদণ্ড এবং নির্দিষ্ট ডিজাইন সিস্টেম। বর্তমানে যাচাইকৃত সম্পাদক, ডিজাইনার ও অবদানকারীরা এই কাঠামোর মধ্যেই কাজ করছেন। সম্পাদকীয় স্বাধীনতা নিশ্চিত করতে প্রতিষ্ঠাতারা ইচ্ছাকৃতভাবে দৈনন্দিন সম্পাদকীয় সিদ্ধান্ত থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন।

আকিব আরও বলেন, প্রতিদিন কোন শিরোনাম যাবে, সেটি ঠিক করা আমাদের কাজ নয়। আমাদের কাজ হলো এমন একটি সিস্টেম তৈরি করা, যেখানে সম্পাদক ও প্রযোজকেরা স্বাধীনভাবে কাজ করতে পারবেন—তবে বিশ্বাসযোগ্যতা ও ধারাবাহিকতা বজায় থাকবে।

দ্য ফ্রন্ট পেজের সম্পাদকীয় নীতির মূল ভিত্তি হলো স্পষ্টতা, নিরপেক্ষতা এবং তথ্যের যাচাই। দ্রুত প্রকাশের চেয়ে তথ্যের নির্ভুলতাকে অগ্রাধিকার দেওয়া হয়। ফাসবীর এসকান্দার বলেন, সঠিক সোর্স ব্যবহার ও যথাযথ ক্রেডিট দেওয়া আমাদের কাছে কখনোই আপসযোগ্য নয়। কনটেন্ট যত ছোটই হোক, তথ্য অবশ্যই যাচাইযোগ্য হতে হবে। ক্ষুদ্রাকৃতির মানে কখনোই হালকা সাংবাদিকতা নয়।

পরিষ্কার ভিজ্যুয়াল ডিজাইন ও সাংস্কৃতিকভাবে প্রাসঙ্গিক উপস্থাপনার মাধ্যমে দ্য ফ্রন্ট পেজ জটিল রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিষয় তরুণদের কাছে সহজবোধ্য করে তুলেছে। এই ভারসাম্যপূর্ণ পদ্ধতিই প্ল্যাটফর্মটিকে এমন পাঠকদের আস্থা অর্জনে সাহায্য করেছে, যারা সাধারণত দীর্ঘ প্রতিবেদন পড়তে আগ্রহী নন।

সম্পাদকীয় উদ্ভাবনের পাশাপাশি, দ্য ফ্রন্ট পেজ বাংলাদেশে সোশ্যাল-ফার্স্ট সংবাদ কীভাবে নৈতিকভাবে আয় করতে পারে—তার একটি কার্যকর মডেলও উপস্থাপন করেছে। শুরু থেকেই স্পষ্টভাবে চিহ্নিত স্পনসর সেকশন চালু করা হয়, যাতে বিজ্ঞাপন ও সংবাদ আলাদা থাকে। ফাসবীর বলেন, “সাংবাদিকতা আর বিজ্ঞাপনের সীমারেখা যেন কখনো ঝাপসা না হয়—এটাই ছিল আমাদের মূল লক্ষ্য। কোনো কনটেন্ট স্পনসরড হলে, দর্শককে তা সঙ্গে সঙ্গে জানানো হয়।”

এই মডেলটি প্রমাণ করেছে যে ক্ষুদ্রাকৃতির সংবাদ এবং নৈতিক আয় একসঙ্গে চলতে পারে। ফলে দর্শকের আস্থা অক্ষুণ্ন রেখেই ডিজিটাল সংবাদমাধ্যমের জন্য টেকসই রাজস্বের পথ তৈরি হয়েছে।

জাতীয় সংকটের সময়গুলোতে দ্য ফ্রন্ট পেজের সাংবাদিক নীতির দৃঢ়তা সবচেয়ে বেশি দৃশ্যমান হয়েছে। জুলাই আন্দোলন ও ২০২৪ সালের ইন্টারনেট ব্ল্যাকআউটের সময় প্ল্যাটফর্মটি যাচাইকৃত, প্রেক্ষাপটসমৃদ্ধ তথ্য সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আকিব মজুমদার বলেন,  “সংকটকালে দ্রুততার চেয়ে বিশ্বাসযোগ্যতাই বেশি গুরুত্বপূর্ণ। মানুষ শুধু ব্রেকিং নিউজ নয়, এমন তথ্য চায় যেগুলোর ওপর তারা নির্ভর করতে পারে।”

তিনি আরও জানান, বর্তমানে দ্য ফ্রন্ট পেজে দেশের বিভিন্ন অঞ্চল থেকে কাজ করা ২৫ জনের বেশি সদস্য যুক্ত আছেন। ভবিষ্যতে বড় শহরের বাইরে অবদানকারী বাড়ানো, দ্বিভাষিক কনটেন্ট সম্প্রসারণ, যাচাই ও নিরাপত্তা প্রটোকল আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে। বিশ্বাসযোগ্য ও সম্পর্কযোগ্য সংবাদের চাহিদা বাস্তব। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়তে চাই, যা দীর্ঘমেয়াদে কমিউনিটিকে সেবা দেবে এবং সাংবাদিকতাকে টেকসই রাখবে।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জকসুর ২৩ কেন্দ্রের ফল ঘোষণা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস
বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি, জেএফ–১৭ যুদ্ধবিমান বিক্রিতে নজর পাকিস্তানের
দেশের ৩৫ জেলায় শনাক্ত নিপাহ ভাইরাস, আইইডিসিআরের সতর্কবার্তা
শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরদিন লিপিবদ্ধ থাকবে : প্রধান উপদেষ্টা
হলফনামায় গরমিল নিয়ে সারজিসের ব্যাখ্যা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিপিএলের উপস্থাপনা প্যানেল থেকে বাদ ভারতীয় উপস্থাপিকা
ব্রাহ্মণবাড়িয়ায় রেডক্রিসেন্ট সোসাইটির কম্বল বিতরণ
সাতক্ষীরায় পশুর স্বাস্থ্য সুরক্ষায় খামারিদের নিয়ে উঠান বৈঠক
ভেনেজুয়েলার পর ট্রাম্পের নজর যে ৫ দেশ ও অঞ্চল ওপর
নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেস সচিব
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft