বুধবার ৩ ডিসেম্বর ২০২৫
উখিয়ায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নির্মাণকাজ অব্যাহত
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ২:৪০ পিএম
কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেট আদালতের জারি করা ১৪৪ ধারার নিষেধাজ্ঞা অমান্য করে উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম মরিচ্যা এলাকায় জোরপূর্বক নির্মাণকাজ অব্যাহত রেখেছে বিবাদী পক্ষ। নিষেধাজ্ঞা কার্যকরের জন্য পুলিশ ঘটনাস্থলে একাধিকবার গিয়ে কাজ বন্ধ করলেও প্রভাবশালী বিবাদী বেলাল উদ্দিন পুনরায় শ্রমিক এনে কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি কাজ বন্ধ করতে গেলে তিনি বাদীসহ স্থানীয়দের বিভিন্ন ধরনের হুমকিও দিচ্ছেন।

জমির মালিকানা নিয়ে চলমান বিরোধের জের ধরে বাদী হাবিব উল্লাহ আদালতের শরণাপন্ন হলে কক্সবাজার জেলা ম্যাজিস্ট্রেট আদালত সংশ্লিষ্ট জমিতে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেন। এতে উভয় পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখতে নির্দেশ দেয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আদালতের স্পষ্ট নির্দেশনার পরও বিবাদী বেলাল উদ্দিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে দিন-রাত নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন। ঘটনাস্থলে পুলিশ দু’বার গিয়ে শ্রমিকদের কাজ বন্ধ করতে বললেও তারা পরদিনই আবার কাজ শুরু করেন। এমনকি পুলিশের উপস্থিতিতে নির্মাণসামগ্রী জব্দ করে থানায় নেয়ার পরও বিবাদী পক্ষ মালামাল এনে নির্মাণ অব্যাহত রাখে।

বাদী হাবিব উল্লাহ বলেন,“আদালতের নিষেধাজ্ঞা থাকার পরও তারা জোর করে কাজ করছে। পুলিশও দু’বার গিয়ে কাজ বন্ধ করেছে। কিন্তু তারা আইনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে আবার কাজ শুরু করেছে। উপরন্তু বেলাল উদ্দিন আমাকে নানা ধরনের হুমকি দিচ্ছে, যাতে আমি আর কোনো আইনি পদক্ষেপ নিতে না পারি।”

তিনি আরও বলেন, “থানায় এ পর্যন্ত যা ডকুমেন্টস চেয়েছে সব দিয়েছি। সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ করে যে কাগজপত্র লাগবে বলেছে, তাও জমা দিয়েছি। বারবার থানার দ্বারস্থ হচ্ছি; কিন্তু স্থায়ী প্রতিকার পাচ্ছি না। অবিলম্বে এসব বন্ধ না হলে কোনো ঘটনা ঘটে যেতে পারে।

তিনি আরও দাবি করেন, আদালতের ১৪৪ ধারা বলবৎ থাকা অবস্থায় এমন প্রকাশ্য আইন অমান্য দেশের আইনের প্রতি চরম অবজ্ঞা।

এ বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউল হক বলেন,“আদালতের আদেশ বাস্তবায়নে পুলিশ সবসময় কাজ করছে। নিষেধাজ্ঞার পর কেউ কাজ করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। দুইবার অভিযান চালিয়ে কাজ বন্ধ করা হয়েছে। আবার কাজ শুরু করলে আইনগত অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

স্থানীয়দের দাবি, আদালতের নিষেধাজ্ঞা ও পুলিশি বাধা উপেক্ষা করে জোরপূর্বক নির্মাণের ঘটনায় এলাকায় উত্তেজনা বাড়ছে। যেকোনো সময় বড় ধরনের সংঘর্ষ বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তারা প্রশাসনের কঠোর পদক্ষেপ কামনা করেছেন।

আইনজীবীরা বলছেন, আদালতের নিষেধাজ্ঞা অমান্য করা ফৌজদারি দন্ডনীয় অপরাধ। এমন অবস্থায় দোষী ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থার পাশাপাশি দায়ী ব্যক্তিকে আদালত অবমাননার অভিযোগেও অভিযুক্ত করা যেতে পারে।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় জমির মালিক হাবিব উল্লাহ দ্রুত প্রশাসন ও আদালতের কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন। স্থানীয়রা বিষয়টির দ্রুত সমাধান না হলে এলাকা অস্থিতিশীল হয়ে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শেষের গোলে হেরে ইউরোপের ফুটবলের স্বাদ নিল মেয়েরা
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য-চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক
ইউরোপ যুদ্ধ চাইলে প্রস্তুত আছি: পুতিন
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান
শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজও ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫
তারেক রহমানের ফেরা নিয়ে সরকার এখনো কিছু জানে না: পররাষ্ট্র উপদেষ্টা
দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানাবে বিএনপি
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি
ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft