বুধবার ৩ ডিসেম্বর ২০২৫
আগুনে ক্ষতিগ্রস্ত কড়াইল বস্তিবাসীর পাশে দেশবন্ধু গ্রুপ
অর্থনৈতিক প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১২:১৮ এএম
রাজধানীর কড়াইল বস্তিতে গত ২৫ নভেম্বরে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে নিঃস্ব হয়েছেন বস্তির বাসিন্দারা। অনেককেই খাদ্যের অভাবে অনাহারে দিন কাটাতে হচ্ছে। সেই নিঃস্ব মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী দেশের প্রথম সারির শিল্প গ্রুপ দেশবন্ধু গ্রুপ। 

অসহায় এসব মানুষের পাশে গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের উৎপাদিত খাদ্যপণ্য আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে বিনামূল্যে তুলে দিয়েছেন দেশবন্ধু গ্রুপের কর্মকর্তারা। 

আজ রবিবার (৩০ নভেম্বর) রাজধানীর মহাখালী কড়াইলে আগুনে ক্ষতিগ্রস্ত বস্তিবাসীরদের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেন, দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন, পরিচালক মাইনুল ইসলাম লাল, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইদ্রিসুর রহমানসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ ব্যাপারে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার (সিওও) ইদ্রিসুর রহমান জানান, দেশবন্ধু গ্রুপ বাংলাদেশের একটি স্বনামধন্য ও শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান; যার অধীনে রয়েছে সুগার মিল, সিমেন্ট মিল, রাইস মিল, টেক্সটাইল মিল, পলিমার, প্যাকেজিং, ফুড অ্যান্ড বেভারেজ, কনজ্যুমার ও এগ্রো প্রোডাক্টসসহ মোট ৩৫টি অঙ্গপ্রতিষ্ঠান। এ শিল্পগোষ্ঠী প্রায় ৩০ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং প্রতি বছর রাষ্ট্রীয় কোষাগারে শত শত কোটি টাকা রাজস্ব প্রদান করে দেশের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। 

দেশবন্ধু গ্রুপের অন্তর্ভুক্ত দেশবন্ধু সুগার মিলস লিমিটেড, দেশবন্ধু সিমেন্ট মিলস লিমিটেড, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড এবং দেশবন্ধু কনজ্যুমার অ্যান্ড এগ্রো প্রোডাক্টস লিমিটেড বিগত কয়েক দশক ধরে দেশের বাজারে চিনি, সিমেন্ট, কোমল পানীয় ও ভোগ্যপণ্য উৎপাদন ও সরবরাহ করে আসছে। প্রতিষ্ঠানটি সম্প্রতি সয়াবিন তেল, সরিষার তেল, চাল, মসুর ডাল, বুটের ডাল, মটর ভাজা, ইসবগুলের ভূষি, টেস্টিং সল্ট, আটা, ময়দা, সুজি ইত্যাদি নিত্যপ্রয়োজনীয় পণ্য বাজারজাত করার প্রস্তুতি গ্রহণ করেছে।

ইদ্রিসুর রহমান বলেন, আমরা বর্তমানে প্রায় ৪০টিরও বেশি দেশে দেশবন্ধু পণ্য রপ্তানি করছি। আমাদের রপ্তানি বৃদ্ধির জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ২০২৬ সালের মধ্যে আমরা প্রায় ১০০টি দেশে আমাদের দেশবন্ধু পণ্য রপ্তানি করবো বলে আশা প্রকাশ করছি।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
শেষের গোলে হেরে ইউরোপের ফুটবলের স্বাদ নিল মেয়েরা
খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাজ্য-চীন থেকে আসছে বিশেষজ্ঞ চিকিৎসক
ইউরোপ যুদ্ধ চাইলে প্রস্তুত আছি: পুতিন
খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে তিন বাহিনী প্রধান
শিক্ষকদের কর্মবিরতি স্থগিত
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
আজও ডেঙ্গুতে দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৬৫
তারেক রহমানের ফেরা নিয়ে সরকার এখনো কিছু জানে না: পররাষ্ট্র উপদেষ্টা
দুপুরে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে জানাবে বিএনপি
গুমের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রেখে অধ্যাদেশ জারি
ডাক্তারদের চিকিৎসা গ্রহণ করতে পারছেন খালেদা জিয়া: ডা. জাহিদ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft