সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ)-নাগরিকতা প্রোগ্রাম, সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে জিএফএ কনসাল্টিং গ্রুপ দ্বারা পরিচালিত Ensuring citizens’ rights and climate justice through an inclusive approach to strengthen capacity of gender activists, CSOs and CBOs (ইনসিয়রিং সিটিজেনস্ এ্যান্ড ক্লাইমেট জাস্টিস থ্রো এন ইনক্লুসিভ এ্যাপ্রোচ টু স্ট্রেনদেন ক্যাপাসিটি অফ জেন্ডার এ্যাকটিভিস্ট, সিএসও এ্যান্ড সিবিও) লাইট হাউজ নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পটির উদ্বোধনী সভা সোমবার (২৫ আগস্ট) বগুড়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ করতোয়ায় অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারমীন এস মুরশিদ উপদেষ্টা, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সভাপতিত্ব করেন হোসনা আফরোজা, জেলা প্রশাসক, বগুড়া। সঞ্চালনা করেন মোঃ হারুন অর রশীদ. নির্বাহী প্রধান, লাইট হাউজ। উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন জেদান আল মুছা, পুলিশ সুপার, বগুড়াসহ বিভিন্ন স্তরের শতাধিক সরকারি ও বেসরকারি কর্মকর্তা।

লাইট হাউজ সিইএফ-(সিভিক এনগেজমেন্ট ফান্ড) সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা’র অর্থায়নে জিএফএ কনসাল্টিং গ্রুপ দ্বারা পরিচালিত নাগরিকতা প্রোগ্রামটি রাজশাহী ও খুলনা বিভাগের ৬টি জেলার ১২টি উপজেলায় নারীর সামাজিক ও অর্থনৈতিক কর্মকান্ডে অংশগ্রহণ ও তাদের অধিকার আদায়ে সক্ষমতা বৃদ্ধি করা, জেন্ডার ভিত্তিক সহিংসতার শিকার নারীদের সহায়তা এবং সহিংসতা নিরসনে অভিযোগ রেফারাল পরিষেবা দেওয়া, সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার এবং সেবা পাওয়ার সুযোগ সম্পর্কে সচেতন করে তোলা, কিশোরীদের মানসিক স্বাস্থ্য বিষয়ক কাউন্সিলিং সেবা, স্থানীয় ও কমিউনিটি পর্যায়ের সিভিল সোসাইটি প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি করা, জলবায়ু ঝুঁকি মোকাবেলা ইত্যাদি কার্যক্রমের মাধ্যমে এবং টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) ৫, ১৩ এবং ১৬ অর্জনের লক্ষ্যে মাঠ পর্যায়ে কার্যক্রমসমূহ বাস্তবায়ন করবে।
প্রধান অতিথি বলেন লাইট হাউজ ছোট ছোট এনজিও দের দাতা সংস্থার কাছ থেকে ফান্ড পাওয়ার জন্য তাদেরও সক্ষমতা বৃদ্ধিতে সহযোগিতা করছে। তিনি আরও বলেছেন, নারীর অধিকার ও জেন্ডার বৈষম্য নিরসন করা একটি টেকসই সমাজের জন্য অপরিহার্য। তিনি লাইট হাউজ দাতা সংস্থার প্রতিনিধিকে পিছিয়ে পড়া ও অধিকার বঞ্চিত জনগোষ্ঠিকে সরকারি সেবায় অভিগম্যতা বৃদ্ধি করার জন্য ধন্যবাদ দেন।
পরে বিকাল ৩ টায় শারমীন এস মুরশিদ উপদেষ্টা, সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় লাইট হাউজ সভাকক্ষে বিভিন্ন জেলা থেকে আগত এনজিও এবং নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় সভা করেন।
আজকালের খবর/ এমকে