উখিয়ায় রোহিঙ্গা সম্মেলনে যোগ দিলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস
উখিয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ১২:১৩ পিএম
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান ও তাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে কক্সবাজারের উখিয়ায় আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপে যোগ দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টার দিকে তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। পরে সকাল সাড়ে ১০টায় উখিয়ার ইনানীর হোটেল বেওয়াচে অনুষ্ঠিত মূল অধিবেশনে উপস্থিত হয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

‘টেক অ্যাওয়ে টু দ্য হাই-লেভেল কনফারেন্স অন দ্য রোহিঙ্গা সিচুয়েশন’ শীর্ষক এ আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভের দফতর। রোববার থেকে শুরু হওয়া এই সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের প্রতিনিধি অংশ নিচ্ছেন।

সম্মেলনের প্রথম দিন (২৪ আগস্ট) বিকেলে রোহিঙ্গা প্রতিনিধিরা বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। এতে জাতিসংঘসহ রোহিঙ্গা সংকটে জড়িত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক অংশীজনরা উপস্থিত ছিলেন।

তিন দিনের এই সম্মেলনের মূল উদ্দেশ্য হলো, রোহিঙ্গাদের মিয়ানমারে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কার্যকর রূপরেখা তৈরি। পাশাপাশি আন্তর্জাতিক সহায়তা তহবিল গঠন, গণহত্যার বিচার, খাদ্য সহায়তা এবং রোহিঙ্গাদের মানসিক স্বাস্থ্যের উন্নয়নসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়েও আলোচনা হচ্ছে।

সম্মেলনের শেষ দিন মঙ্গলবার (২৬ আগস্ট) বিদেশি অতিথিরা কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন, যাতে বাস্তব পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করতে পারেন।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
নির্বাচন ব্যাহত করতে কিছু রাজনৈতিক মহলের নিত্যনতুন দাবি : ফখরুল
আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির যৌক্তিকতা যাচাইয়ে কমিটি গঠন
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ২৩৪৪ মামলা
ভিসা-গ্রিনকার্ড নীতিতে বড় পরিবর্তন আনছে যুক্তরাষ্ট্র
আবারও নিষিদ্ধ হতে পারে ভারতের ফুটবল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নির্বাচনবিরোধী কথা যারাই বলবে, রাজনীতির মাঠ থেকে মাইনাস হয়ে যাবে: সালাহউদ্দিন
দলীয় পদ হারালেন বিএনপি নেতা ফজলুর রহমান
‘অটোমেশন চালু না হওয়া পর্যন্ত ভ্যাট নিরীক্ষা বন্ধ থাকবে’
অধ্যাপক আনিসুজ্জামানের পরিচালনায় উডব্লক ছাপচিত্র কর্মশালার শেষ দিন বুধবার
তিন দফা দাবির সমাধান না হলে কঠোর কর্মসূচির হুমকি প্রকৌশল শিক্ষার্থীদের
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft