মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
১৫ পার্সেন্ট সেলস গ্রোথ বাড়াতে নির্দেশনা দিলেন দেশবন্ধু গ্রুপের এমডি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৪:২১ পিএম
সবাইকে ভালোভাবে কাজ করে ১৫ পার্সেন্ট সেলস গ্রোথ বাড়াতে নির্দেশনা দিয়েছেন দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) গোলাম রহমান। এছাড়াও কোম্পানিকে কীভাবে সামনের দিকে এগিয়ে নেওয়া যায় সেসব বিষয়েও দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন তিনি। 

শনিবার (২১ জুন) বেলা ১১টায় রাজধানীর হোটেল রয়েল প্যারাডাইসে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের ন্যাশনাল সেলস মিটিংয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব নির্দেশনা দেন। 

মিটিংয়ে সারাদেশের টেরিটোরি ম্যানেজার, সেলস ম্যানেজার ও এজিএমরা উপস্থিত ছিলেন। 

গোলাম রহমান বলেন, সবাইকে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। তাহলে কোম্পানি এগিয়ে যাবে। কোম্পানির পণ্যের সেল কীভাবে  বাড়ানো যায় সে বিষয়েও নির্দেশনা দেন। সবাইকে উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে কাজ করতে হবে। তাহলেই এগিয়ে যাওয়া সম্ভব। 

মিটিংয়ে দেশবন্ধু গ্রুপের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন, অ্যাডমিন, এইচআর ও কমপ্লায়েন্স) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন বলেন, গত বছরের ঈদের চেয়ে এবছর ঈদে আমাদের কালেকশন কম হয়েছে। তারপরও আমরা ঈদে সবাইকে বেতন-বোনাস ও ইনক্রিমেন্ট দিয়েছি। সামনে শীতের সময় আসছে। ওই সময় কীভাবে কোন জায়গায় কোল ড্রিংকস বিক্রি করা যায় সেদিকে খেয়াল রাখতে হবে। 

মিটিংয়ে আরো উপস্থিত ছিলেন- দেশবন্ধু গ্রুপের  সিওও (ফুড অ্যান্ড বেভারেজ) ইদ্রিসুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (সলস অ্যান্ড মার্কেটিং) রবিউল ইসলাম, সিনিয়র এজিএম ইয়াসিন আলী গাজী, ব্র্যান্ড ম্যনেজার আব্দুল্লাহ আল জাবেরসহ প্রতিষ্ঠানের অন্য কর্মকর্তারা। 

এ সময় ব্র্যান্ড ম্যানেজার আব্দুল্লাহ আল জাবের বলেন, দেশের এ সার্বিক পরিস্থিতির মধ্যেও দেশবন্ধু গ্রুপের ফুড অ্যান্ড বেভারেজের ব্র্যান্ডগুলো সফলতার সঙ্গে এগিয়ে চলেছে। যার মধ্যে উল্লখযোগ্য ব্র্যান্ডগুলো হলো- গুরু, ফ্রেন্ডসআপ ও ফ্রেন্ডস কোলা। বিশেষ করে গুরু ব্র্যান্ড এখন মানুষের মুখে মুখে। যার প্রমাণ, বিশেষ করে কয়েক বছরে গুরুর আকর্ষণীয় সেলস বৃদ্ধির মাধ্যমে দেখতে পাই। ব্র্যান্ডিং অ্যাক্টিভিটির মধ্যে দেশব্যাপী ক্যারাভেন, অ্যাক্টিভিশন, রোড শো, স্কুল-কলেজ অ্যাক্টিভিশন, ডিজিটাল মার্কেটিং কার্যক্রমের মাধ্যমে ব্র্যান্ডগুলো অত্যন্ত সফলতার সঙ্গে এগিয়ে চলেছে। ভবিষ্যতে কোম্পানিটির এটিএল, বিটিএল এবং টিটিএল-এর মাধ্যমে ব্যবসার ব্র্যান্ডিং কার্যক্রম সম্প্রসারিত করার লক্ষ্য আছে। 

এছাড়া মিটিংয়ে দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে আসা টেরিটোরি ম্যানেজার ও সেলস ম্যানেজারদের ব্যবসায় কীভাবে সফল হওয়া যায় সে বিষয়ে বক্তব্য রাখেন- দেশবন্ধু গ্রুপের  সিওও (ফুড অ্যান্ড বেভারেজ) ইদ্রিসুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (সলস অ্যান্ড মার্কেটিং) রবিউল ইসলাম। 

আজকালের খবর/বিএস 

 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ঘুষ নেওয়ার অভিযোগে খাঁটিহাতা হাইওয়ে থানার ওসিসহ ৬ জন প্রত্যাহার
কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতা নিহত
এই সম্মান মৃত্যুর আগ পর্যন্ত মনে থাকবে: আনোয়ারা
৯৬ বাংলাদেশিকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে মালয়েশিয়া
বাউল শিল্পী মো. নূর হোসেনের সংগীতযাত্রা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিজ হাতে আইন তুলে নেয়ার অধিকার কারো নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ, মহাসচিব কামরুল ইসলাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০
এরশাদের স্মরণসভায় একমঞ্চে পাঁচ অংশের নেতারা, জাপা গড়ার প্রতিশ্রুতি
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft