মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
করিডর ও বন্দর ইজারার পরিকল্পনা বাতিলের দাবিতে রোডমার্চ সফল করার আহ্বান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রবিবার, ১৫ জুন, ২০২৫, ২:২৬ পিএম
রাখাইনে করিডর ও চট্টগ্রামের নিউমুরিং কনটেইনার টার্মিনাল বিদেশিদের কাছে ইজারা দেওয়ার পরিকল্পনা বাতিলের দাবিতে চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ সফল করার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

গতকাল শনিবার (১৪ জুন) বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কার্যালয় মুক্তিভবনে বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার যৌথ সভা থেকে এই আহ্বান জানানো হয়।

বাম গণতান্ত্রিক জোট ও ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, ২৭ ও ২৮ জুন চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ হবে। সভায় বাংলাদেশকে ঘিরে সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী শক্তির যেকোনো চক্রান্ত সম্পর্কে সজাগ থেকে রুখে দাঁড়াতে দেশবাসীকে আহ্বান জানানো হয়েছে। ঢাকা-চট্টগ্রাম রোডমার্চ সামনে রেখে ১৬ জুন বিভিন্ন শ্রেণি–পেশার সংগঠনের প্রতিনিধি ও ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করবে বাম গণতান্ত্রিক জোট।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, লন্ডন সফরে প্রধান উপদেষ্টা ‘জনগণ টাকা খেয়ে ভোট দেয়’ বলে যে বক্তব্য দিয়েছেন, তার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে যৌথ সভায়।

নেতারা বলেন, সাধারণ জনগণকে অপমান করার অধিকার প্রধান উপদেষ্টার নেই। একই সঙ্গে প্রধান উপদেষ্টার লন্ডন সফরে যে রাজনৈতিক এবং অন্যান্য বিষয়ে আলোচনা হয়েছে, সেসব বিষয়ে সামগ্রিক বক্তব্য দেশবাসীর সামনে তুলে ধরারও আহ্বান জানিয়েছেন নেতারা।

মার্কিন মদদে ইসরায়েলের ইরানে ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা জানিয়ে জায়নবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অংশ নেন ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, বিপ্লবী কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের কেন্দ্রীয় পাঠচক্র ফোরামের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, বাসদের (মার্ক্সবাদী) সমন্বয়ক মাসুদ রানা, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (মাহবুব) সাধারণ সম্পাদক হারুনার রশিদ ভূইয়া, বাংলাদেশের সোসালিস্ট পার্টির শহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের আহ্বায়ক মাসুদ খান, সিপিবির প্রেসিডিয়াম সদস্য শাহীন রহমান, কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য আবদুস সাত্তার, বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের বেলাল চৌধুরী প্রমুখ।

আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাউল শিল্পী মো. নূর হোসেনের সংগীতযাত্রা
বাউল শিল্পী মিজানুর রহমানের গান হৃদয়ে ঢেউ তোলে
জুলাইয়ে তরুণরা যা করেছে, তা চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা
গানের ভেতর একজন সাইফ উদ্দিন
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিজ হাতে আইন তুলে নেয়ার অধিকার কারো নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ, মহাসচিব কামরুল ইসলাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০
বড় পাথর মারা শার্ট-জিনস পরা ব্যক্তিটি কে?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft