
পুলিশ কর্মকর্তার ছদ্মবেশে এক বন্দুকধারীর গুলিতে যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের একজন জ্যেষ্ঠ ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা ও তার স্বামী নিহত হয়েছেন। তাদের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- অঙ্গরাজ্যটির আইনসভার নারী সদস্য মেলিসা হোর্টম্যান ও তার স্বামী মার্ক। হোর্টম্যান মিনেসোটা অঙ্গরাজ্য আইনসভার সাবেক স্পিকার।
মিনেসোটার গভর্নর টিম ওয়াল্টজ জানিয়েছেন, বন্দুকধারীর অঙ্গরাজ্যটির আরো একজন আইনপ্রণেতা ও তার স্ত্রীকে আহত করেছেন। স্থানীয় সময় শনিবারের (১৪ জুন) এই হামলাকে একটি ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হত্যাকাণ্ড’ বলে মনে করছেন তিনি।
এক সংবাদ সম্মেলনে মিনেসোটার আইন প্রয়োগকারী কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজনের খোঁজে একটি বড় ধরনের তল্লাশি অভিযান শুরু করা হয়েছে। সন্দেহভাজন পুলিশের দিকে গুলি করে তারপর দৌড়ে পালিয়ে যায়। এ সময় সে একটি গাড়ি ফেলে রেখে যায়।
পুলিশ গাড়িটিতে তল্লাশি চালিয়ে একটি ‘ইশতেহার’ পেয়েছে, তাতে আরও অনেক আইনপ্রণেতা ও কমকর্তাদের তালিকা ছিল।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তাকে এ ঘটনার বিষয়ে অবহিত করা হয়েছে।
এক বিবৃতিতে তিনি বলেছেন, মিনেসোটায় ভয়ানক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
এটিকে অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের বিরুদ্ধে একটি পরিকল্পিত হামলা বলে মনে হচ্ছে। আমেরিকার যুক্তরাষ্ট্রে এমন ভয়ংকর সহিংসতা সহ্য করা হবে না। খোদা মিনেসোটার মহান জনগণের সহায় হোন, একটি সত্যিকারের মহান জায়গা!
ওয়াল্টজ ও আইনপ্রয়োগকারী কর্মকর্তাদের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, নিহতরা হলেন অঙ্গরাজ্যটির আইনসভার নারী সদস্য মেলিসা হোর্টম্যান ও তার স্বামী মার্ক। হোর্টম্যান মিনেসোটা অঙ্গরাজ্য আইনসভার সাবেক স্পিকার।
ওয়াল্টজ জানিয়েছেন, বন্দুকধারী সেনেটর জন হফম্যান ও তার স্ত্রী চ্যামপ্লিনকে বেশ কয়েকবার গুলি করে তারপর হোর্টম্যানের বাড়িতে গিয়ে তাদের ওপর গুলি চালান।
হফম্যান ও চ্যামপ্লিনকে হাসপাতালে ভর্তি করার তাদের জরুরি অস্ত্রোপচার চলছে। ‘এই হত্যাকাণ্ডের প্রচেষ্টা থেকে’ তারা বেঁচে যাবেন, সতর্কভাবে এমন ‘আশাবাদ’ ব্যক্ত করেছেন ওয়াল্টজ।
তিনি বলেন, এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক সহিংসতা। আমাদের গণতন্ত্রের স্তম্ভ হচ্ছে শান্তিপূর্ণ আলাপ-আলোচনা। আমরা আমাদের পার্থক্যগুলো সহিংসতা বা বন্দুকের নলের মুখে নিষ্পত্তি করি না।
আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ জানিয়েছে, বন্দুকধারী একজন পুলিশ কর্মকর্তার পোশাক পরা ছিলেন এবং হোর্টম্যানের বাড়ি থেকে বের হওয়ার পর সে পুলিশের সঙ্গে গোলাগুলি করে পালিয়ে যায়। সূত্র : স্কাই নিউজ
আজকালের খবর/বিএস