জামালপুরের সরিষাবাড়ীতে নির্মাণাধীন রাস্তায় পরিত্যক্ত অবস্থায় পাওয়া তিনটি হ্যান্ড গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়েছে।
মঙ্গলবার (১০ জুন) দুপুরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা গ্রেনেডগুলো বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করেন। এর আগে সোমবার বিকেলে উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা এলাকার পতিত জমি থেকে গ্রেনেডগুলো উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নের চরআদ্রা এলাকায় বীর মুক্তিযোদ্ধা মো. হারুন অর রশিদের পতিত জমিতে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের রাস্তা নির্মাণের জন্য ভেকু দিয়ে মাটি কাটার সময় হ্যান্ড গ্রেনেড ৩টি দেখতে পেয়ে এলাকার লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ বিষয়টি সরিষাবাড়ীর তারাকান্দি আর্মি ক্যাম্পকে জানায়। পরে বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।
মঙ্গলবার ঘাটাইলের শহীদ সালাউদ্দিন সেনানিবাসের মেজর মারুফের নেতৃত্বে বোম্ব ডিসপোজাল ইউনিটের দশ সদস্যের একটি দল ঘটনাস্থলে আসে। সবশেষ দুপুর ১টার দিকে তারা হ্যান্ড গ্রেনেড ৩টি বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করে দেয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্রেনেড তিনটি মুক্তিযুদ্ধকালীন সময়ের হয়ে থাকতে পারে।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান গণমাধ্যমকে বলেন, সোমবার তিনটি হ্যান্ড গ্রেনেড উদ্ধারের পর মঙ্গলবার দুপুরে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট একটি ফাঁকা জায়গায় সেগুলো সফলভাবে নিষ্ক্রিয় করেছে।
আজকালের খবর/ এমকে