প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৫:১৬ পিএম

আয়ারল্যান্ডের ইনিংস শেষেই ম্যাচের ভাগ্য ঠিক হয়ে গিয়েছিল। নামে অঘোষিত ফাইনাল হলেও ফল একপেশে হতে যাচ্ছে। ম্যাচ শেষে তাই হলো। চট্টগ্রামে ৩৮ বল হাতে রেখে জয় পেয়েছে বাংলাদেশ। ৮ উইকেটের জয়ে সিরিজও নিজেদের করে নিয়েছে লিটন দাসের দল।
এতে করে সিরিজ জয়ের সুখস্মৃতি নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপে যাবে বাংলাদেশ। কেননা আগামী ফেব্রুয়ারিতে ভারত-শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপের আগে আর কোনো আন্তর্জাতিক সিরিজ নেই বাংলাদেশের।
১১৮ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান।
চতুর্থ ওভারের শেষ বলে আউট হওয়ার সময় ২ চার ও ১ ছক্কায় ১৯ রান করেন আগের দুই ইনিংসে চারে নামা সাইফ। অন্যদিকে সর্বশেষ ম্যাচে ফিফটি করে ম্যাচসেরা লিটন দাস আজ দেখেছেন মুদ্রার উল্টো পিঠ। ৫৭ রানের বিপরীতে আজ ৭ রানে আউট হয়েছেন। তবে দলের অধিনায়ক লিটন দ্রুত আউট হলেও বাংলাদেশ সহজ জয়ই পেয়েছে।
জয়ে নেতৃত্ব দিয়েছেন তানজিদ তামিম। প্রথম দুই ইনিংসে দুই অংকের ঘর স্পর্শ করতে না পারা ওপেনার আজ করেছেন ফিফটি। ক্যারিয়ারের ১১তম ফিফটির ইনিংসটি খেলেছেন ৫৫ রানের। ৩৫ বলে ফিফটি পূর্ণ করেছেন বিশাল এক ছক্কা হাঁকিয়ে। ইনিংসটি সাজিয়েছেন ৩ ছক্কার বিপরীতে ৪ চারে।
অন্যদিকে চারে নেমে ৩৩ রানে অপরাজিত থাকেন পারভেজ হোসেন ইমন। আগের দুই ম্যাচে ওপেন খেলা ইমন ইনিংসটি সাজিয়েছেন ৩ ছক্কা ও ১ চারে।
বাংলাদেশের জয়ের কাজটা সহজ করে দিয়েছেন বোলাররা। বিশেষ করে রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান। দুজনে সর্বোচ্চ ৩টি করে উইকেট নিয়েছেন। তাদের তোপে ১১৭ রানে অলআউট হয়েছে আয়ারল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেছেন ম্যাচে একবার জীবন পাওয়া অধিনায়ক পল স্টার্লিং।
আজকালের খবর/বিএস