প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ১০:২১ পিএম

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-এর জন্য নীহার আহমেদের কথায় প্রথমবারের মতো নির্মিত হলো থিম সং। নাম ‘এসো স্বদেশের পতাকা উড়াই’।
বিকেএসপি’র লক্ষ্য, উদ্দেশ্য, ইতিহাস-ঐতিহ্য, অর্জন, গৌরব ও ক্যাডেটদের উদ্দীপনাকে উজ্জীবিত করতে নির্মিত গানটির জন্য সার্বিকভাবে সহযোগিতায় ছিলেন বিকেএসপির ক্রীড়া কলেজের শিক্ষকবৃন্দ।
বেলাল খানের সুরে গানটিতে তিনি ছাড়াও কণ্ঠ দিয়েছেন কণা, নদী ও সজীব দাস। সংগীতায়োজন করেছে সজীব দাস।
চন্দন রায় চৌধুরীর পরিচালনায় ভিডিওচিত্রে মডেল হয়েছেন খ্যাতিমান ক্রিকেটার মুশফিকুর রহিম ও লিটন দাস, ফুটবলার মুরসালিন, মামুনুল হক, ঋতুপর্ণা চাকমা, হকি খেলোয়াড় জিমি, দ্রুততম মানবী শিরিন, আসিফসহ বিকেএসপির একঝাঁক সাবেক ও বর্তমান খেলোয়াড়।
বিকেএসপির অফিসিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে শিগগিরই অবমুক্ত হতে যাওয়া গানটি সম্পর্কে প্রতিষ্ঠানটির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনীরুল ইসলাম বলেন, ‘বিকেএসপি দেশের একমাত্র ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান, যেখানে খেলাধুলা ও পড়ালেখার চমৎকার সমন্বিত কার্যক্রম রয়েছে। জাতীয় এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে এখানকার খেলোয়াড়গণ জাতির জন্য অনন্য সব গৌরব বয়ে এনেছে ও আনছে। বিকেএসপির জন্মের ৩৯ বছরেও অফিসিয়াল কোনও থিম সং ছিল না। এই থিম সংটিতে বিকেএসপির ইতিহাস, গৌরব, বিশ্ব ক্রীড়ামঞ্চে জাতীয় পতাকা ওড়ানোর স্বপ্ন, প্রত্যয় এবং বহুমুখী কার্যক্রম তুলে ধরা হয়েছে। দেশের বর্তমান এবং অনাগত প্রজন্ম স্বপ্নচারী হয়ে উঠবে এই থিম সংয়ের মাধ্যমে। আমার বিশ্বাস, এই থিম সং বিকেএসপির প্রতিটি ক্যাডেটকে আরও দৃঢ়-প্রত্যয়ী এবং দেশপ্রেমে উজ্জীবিত করবে, একদিন তারাই স্বদেশের পতাকা উড়াবে অলিম্পিকসহ বিশ্ব-ক্রীড়াঙ্গনে।’
আজকালের খবর/আতে