বগুড়ার সোনাতলা উপজেলার পাকুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ হান্নান (বাটালু) তার কণ্ঠ নকল করে ভুয়া অডিও প্রচারের অভিযোগ এনে সোনাতলা প্রেস ক্লাবে রাত ৭টায় সাংবাদিক সম্মেলন করেছেন।
গত শনিবার (২৯ নভেম্বর) তিনি বলেন, পাকুল্লা ইউনিয়নের বাসিন্দা রাশেদের মৃত্যুকে কেন্দ্র করে একটি কুচক্রী মহল আধুনিক প্রযুক্তি ব্যবহার করে তার কন্ঠ নকল করে একটি ভুয়া ফোনালাপ তৈরি করেছে। উক্ত ফোনালাপে তার সঙ্গে মাজেদুর রহমান জুয়েলের কথোপকথন দেখানো হলেও বাস্তবে এ ধরনের কোনো কথা বা আলাপ কখনোই হয়নি বলে তিনি দাবি করেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, আমাকে ও আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে এই মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে। এটি সম্পূর্ণ অপপ্রচার ও উদ্দেশ্যপ্রণোদিত ষড়যন্ত্র।
তিনি অভিযোগ করে বলেন, শুধুমাত্র তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করার জন্য একটি মহল পরিকল্পিতভাবে এমন অপপ্রচারে লিপ্ত রয়েছে, যা তার ব্যক্তিগত ও রাজনৈতিক সম্মানহানি করছে। এ ধরনের হীন ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান তিনি।
সাংবাদিকদের উদ্দেশে এম এ হান্নান অনুরোধ জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া ও প্রযুক্তিনির্ভর বিকৃত অডিও যাচাই-বাছাই ছাড়া যেন কোনো গণমাধ্যমে প্রকাশ না করা হয়। একই সঙ্গে তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
সংবাদ সম্মেলন শেষে তিনি বলেন, প্রকৃত সত্য উদঘাটনের মাধ্যমে এই অপপ্রচারের সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা হোক।
আজকালের খবর/ এমকে