আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নীলফামারী-১ (ডোমার–ডিমলা) আসনে রাজনৈতিক উষ্ণতা বাড়ছে। সেই নির্বাচনী উত্তাপ আরও বাড়িয়ে তুলেছে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা শাখার আমীর অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তারের এক বিশাল মোটরসাইকেল শোডাউন।
গতকাল শনিবার (২২ নভেম্বর) দুপুরে ডিমলা উপজেলার ইসলামীয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এই শোডাউনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শত শত মোটরসাইকেল অংশ নেয়। দীর্ঘ বাইক শোভাযাত্রাটি ডিমলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরদার হাট, কেয়ার বাজার, নাউতারা বাজার, চাপানিরহাট, ডালিয়া বাজার, শুটিবাড়ী বাজার হয়ে খোড়ারডাঙ্গা বাজার পর্যন্ত বিস্তৃত হয়। এতে এলাকাজুড়ে একসময় যান চলাচল ধীর হয়ে যায় এবং রাস্তার দুই পাশে ব্যাপক জনসমাগম দেখা যায়।
স্থানীয়দের ভাষ্য, দীর্ঘ সময় পর এলাকায় এ ধরনের বড় রাজনৈতিক সমাবেশ ও শোডাউন দেখা গেল। ভোটের আগে জামায়াতের এমন ব্যাপক উপস্থিতি রাজনৈতিক মহলে নতুন আলোচনা সৃষ্টি করেছে।
শোভাযাত্রা শেষে ইসলামীয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন প্রার্থী অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি দাবি করেন, “ডোমার–ডিমলার মানুষ আজ পরিবর্তনের পক্ষে যুক্ত হয়েছে। বিশাল জনসাড়া প্রমাণ করে এই এলাকার জনগণ আমাদের সঙ্গেই আছে।”
তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনে শান্তিপূর্ণভাবে অংশ নিতে চাইলে ও প্রচার শুরুর পর থেকেই দলের বিভিন্ন স্থানের কর্মী–সমর্থকরা নানাভাবে বাধার মুখে পড়ছেন। তিনি সকলের প্রতি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহ্বান জানান।
এ সময় সংগঠনটির জেলা সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, ডিমলা উপজেলা আমীর মাওলানা মজিবুর রহমান, নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, জেলা সেক্রেটারি মাওলানা রুকনুজ্জামান বকুলসহ জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আজকালের খবর/ এমকে