শনিবার (১৫ নভেম্বর) দিবাগত ভোররাতের কোনো এক সময় পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। দাহ্য পদার্থ ব্যবহার করে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটানো হয়। বিষয়টি পিরোজপুর জেলা পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের নিশ্চিত করেছেন। এতে স্মৃতিস্তম্ভের একটি অংশ কালো হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দায়িত্বে থাকা দুই পুলিশ সদস্যকে অবহেলার কারণে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
পুলিশ সুপার জানান, অগ্নিসংযোগের ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ঘটনার বিস্তারিত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পুলিশ সুপার। এ ঘটনার পরে ঘটনাস্থলে জামায়াত-বিএনপিসহ বিভিন্ন শ্রেণী পেশার ছাত্র-জনতা জড়ো হয়। তারা দোষীদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দাবি করেন। ঘটনার খবর জানতে পেরে জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রব, জেলা সেক্রেটারি জহিরুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
জেলা জামায়াতের তীব্র নিন্দা: জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছেন পিরোজপুর জেলা জামায়াতের আমীর বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ অবঃ তাফাজ্জল হোসাইন ও জেলা সেক্রেটারি জহিরুল হক। নেতৃবৃন্দ এই নেক্কারজনক ঘটনায় দোষী ব্যক্তিদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনী অচিরেই আইনের আওতায় আনবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
জামায়াত মনোনীত প্রার্থীদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ:
এ ন্যাক্কারজনক এবং নিকৃষ্ট কাজের জন্য পিরোজপুর ১,২ এবং ৩ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাসুদ সাঈদী, আলহাজ্ব শামীম সাঈদী এবং আব্দুল জলিল শরীফ তীব্র নিন্দা ও প্রকাশ করেছেন। এমপি প্রার্থীরা এ ধরনের জঘন্য কাজ যে বা যারাই করেছে, তাদেরকে আইন-শৃঙ্খলা বাহিনী অচিরেই চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিবেন বলে আশা প্রকাশ করেছেন।
আজকালের খবর/ এমকে