কুড়িগ্রামের নাগেশ্বরীতে নাশকতাচেষ্টার অভিযোগে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ছয়জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১১টা পর্যন্ত থানার বিশেষ টিমের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- নাগেশ্বরী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম (৪৮), রায়গঞ্জ ইউনিয়ন কৃষকলীগের সভাপতি আসাদুজ্জামান বাচ্চু (৫০), নেওয়াশী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা শাহ আলম (৪২), নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের পৌর নেতা মিঠুন রায়হান ওরফে লিটন মিয়া (২৬), রামখানা ইউনিয়ন যুবলীগের নেতা আবু আক্কাস সিদ্দিক দরবেশ (৪৭) এবং সন্তোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতা নজির হোসেন (৪২)।
এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ধারা ৮/৯/১০/১২/১৩ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বলেন, দেশব্যাপী চলমান আন্দোলনের সুযোগে কিছু চক্র নাশকতার চেষ্টা চালাচ্ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
আজকালের খবর/ এমকে