প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১২:১৮ এএম

নেত্রকোণার মোহনগঞ্জ পৌরসভার স্টেশন রোডে চেক পোষ্ট বসিয়ে সিএনজি স্ট্যান্ড থেকে দুইজন মাদক কারবারীকে আটক করেছে মোহনগঞ্জ থানা পুলিশ। আটকৃতরা হলেন- হবিগঞ্জ জেলার মাদবপুর থানার বেংগাটিলা গ্রামের সম্রাট সাঁওতালের ছেলে অন্তু সাঁওতাল (২৫) এবং রসুলপুর গ্রামের মোঃ রহিম মিয়া ছেলে মোঃ আব্দুল করিম (১৮)।
বুধবার ওই দুইজনকে নেত্রকোণা আদালতে প্রেরণ করা হয়। পুলিশ সুত্রে জানা গেছে, মঙ্গলবার বিকাল ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোঃ রবিউল আওয়ালসহ সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে ওই দুই মাদক কারবারীকে আটক করে।
এসময় অন্তু সাঁওতাল ও মোঃ আব্দুল করিম যাত্রী বেশে মোহনগঞ্জ সিএনজি স্ট্যান্ড থেকে ওই গাঁজা ময়মনসিংহে নিয়ে যাচ্ছিল।
সন্দেহ হওয়ায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করছিল পুলিশ। তখন দুটি ব্যাগে ১২ কেজি গাঁজা উদ্ধার করে মোহনগঞ্জ থানা পুলিশ।
যার আনুমানিক মূল্য ৩ লক্ষ ৬০ হাজার টাকা। এ বিষয়ে মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম জানান, মাদক আইনে অন্তু সাঁওতাল ও মোঃ আব্দুল করিম নামে মামলা রুজু করে নেত্রকোণা কোর্টে প্রেরণ করা হয়েছে।
আজকালের খবর/ এমকে