শনিবার ১৫ নভেম্বর ২০২৫
নারায়ণগঞ্জ-৩: বিএনপির প্রার্থী মান্নানের বিরুদ্ধে নানা অভিযোগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:৪৩ পিএম
নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আজহারুল ইসলাম মান্নান। তবে মনোনয়ন পাওয়ার আগে এবং পরে তার বিরুদ্ধে নির্বাচনী এলাকায় উঠেছে নানা অনিয়মের অভিযোগ। অভিযোগ আছে তিনি রাজনৈতিক সভা-সমাবেশে এমনকি সাংবাদিকদের সাথে বেফাঁস মন্তব্য করেন। এরই ধারাবাহিকতায় সর্বশেষ নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর এক সংবাদ প্রকাশের পর সে বিষয়ে একটি জাতীয় দৈনিকের সাংবাদিক তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ সম্পর্কে টেলিফোনে মন্তব্য জানতে চাইলে তিনি বলেন, সারাদেশে বিএনপির লোকজন চাঁদাবাজি করে, ঢাকায় মির্জা আব্বাসের পোলাপান হগল করে। লেখতে পারবেন তার নাম? আগে তদন্ত করেন তারপর আমার বিরুদ্ধে লেখেন, না জেনে লিখবেন না। ৫ আগস্টের পরে কে কি করছে তার দায় কি আমার?    

তার বেফাঁস মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের ভাইরাল সেই অডিও ক্লিপ পর্যালোচনা করলে দেখা যায়, ‘সাংবাদিক ইমরান দৈনিক মুক্তখবর, ঢাকা থেকে, আপনার বিরুদ্ধে কিছু অভিযোগ এসেছে। মোগরাপাড়া চৌরাস্তা ফুটপাতে চাঁদাবাজি, তারপর সরকারি জায়গা, সিএনজি স্ট্যান্ড, বাসস্ট্যান্ড, বাস কাউন্টার ৫ আগস্টের পর আপনার ছেলে টোল প্লাজা দখল করে পাঁচ কোটি টাকা।’ 

এসময় আজহারুল ইসলাম মান্নান তখন পাল্টা প্রশ্ন করে বলেন, আপনি কোন পত্রিকার সাংবাদিক এই পত্রিকা কই, কোথায় চলে? আগে গিয়া নিজেরা তদন্ত কইরা, হিয়ার পরে পত্রিকায় লেখেন। সাংবাদিক ইমরান বলেন, তদন্ত করে খোঁজ-খবর নিয়েই আপনার সাথে কথা বলছি। জবাবে মান্নান বলেন, আমি, আমার পোলায় গিয়া চৌরাস্তা এবং ফুটপাতের সব খাই? জবাবে সাংবাদিক বলেন, এগুলো আপনার লোকজন করেন। জবাবে মান্নান বলেন, সারা বাংলাদেশের বিএনপির লোকজন করে, ঢাকাতে মির্জা আব্বাসের পোলাপাইন হগল করে। আন্তাজে না জিগায়া, না জাইনা কেন লেখতাছেন। সাংবাদিক ইমরান বলেন, যারা করে আপনার লোক, আপনার নাম পড়বে। মান্নান বলেন, দুই বছর আগে টোল প্লাজার কি হইছে, না হইছে, কারা করছে, আমরা বাপ-পুতে ঢাকা ছিলাম ৫ আগস্টের দিন। আপনারা তদন্ত করে লেখেন আমার নাম আইছে তদন্তে তারা কি কইছে? মান্নান সাবের পোলায়, মান্নান সাবে নিছে গা? শুনেন, না জাইনা ভাই আপনার সাথে তর্ক করতে রাজি না। আপনারা পত্রিকায় লেখবেন, লেহেন গা, যান।’

আজকালের খবর/








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক বিষয়ে অস্পষ্টতা খেয়াল করেছি: আখতার
পরকীয়ার জেরে লাশ কেটে ২৬ খণ্ড: নিহতের বন্ধু গ্রেপ্তার
মৃত্যুদণ্ড থেকে ফিরে নির্বাচন করব স্বপ্নেও ভাবিনি : বাবর
৪৮ ঘণ্টার আল্টিমেটাম: দাবি না মানলে বসবে না নিম্ন আদালত
ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকার সর্বশেষ পরিস্থিতি
পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft