শনিবার ১৫ নভেম্বর ২০২৫
ইটভাটা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
সিয়াম, বদলগাছী
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৭:২০ পিএম
নওগাঁর বদলগাছীতে ইটভাটা বন্ধের প্রতিবাদে ভাটা মালিক সমিতি ও ভাটা শ্রমিকরা মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন। 

বুধবার(১২ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সামনে বাংলাদেশ ইটভাটা প্রস্তুতকারক মালিক সমিতি বদলগাছীর ব্যানারে এই মানববন্ধন করা হয়। উপজেলা পরিষদ প্রধান ফটকের সামনে ৩০ মিনিট ব্যাপী এই কর্মসূচি পালিত হয়।

মূলত চলতি মৌসুমে অবৈধ ইটভাটা বন্ধে সরকারি নির্দেশনার পর কাজ হারানোর আশঙ্কায় এবং কোটি কোটি টাকার বিনিয়োগ ও হাজার হাজার শ্রমিকের জীবন-জীবিকা রক্ষায় ইটভাটা পরিচালনার অনুমতি চেয়ে এ মানববন্ধন করে ইটভাটার শ্রমিক ও মালিক সমিতি ।

মানববন্ধনে শ্রমিক রতন বলেন, প্রতিবছর ভাটা শুরুর আগে আমরা মালিকের কাছ থেকে আগাম টাকা নিয়ে খরচ করি। তার পর কাজ করে এই টাকা পরিশোধ করি। এখন যদি ভাটা না চলে তাহলে আমরা শ্রমিকরা টাকা কি ভাবে পরিশোধ করব। সরকার ও প্রশাসনকে বিষয়টি খেয়াল রাখতে হবে। 

ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক এনামুল হক তার বক্তব্যে বলেন, আমরা সরকারকে নিয়মিত ট্যাক্স, ভ্যাট, দিয়ে ইটভাটা চালাচ্ছি। ইটভাটা বন্ধ করে দিলে হাজার হাজার শ্রমিক কাজ হারাবে, যা তাদের এবং তাদের পরিবারের জন্য ভয়াবহ পরিস্থিতি তৈরি করবে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমাদের মতো সাধারণ মালিক এবং শ্রমিকদের কথা ভাবা উচিত। আমরা চাই সরকার মানবিক দিক বিবেচনা করে ইটভাটা পরিচালনার অনুমতি দিক, যাতে আমরা আমাদের ঋণের বোঝা মেটাতে পারি এবং শ্রমিকরা যেন কাজ হারিয়ে বেকার না হয় । 

মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি প্রদান করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, গত বছরের হাইকোর্টের নির্দেশ অনুযায়ী অবৈধ ইটভাটা চালানো যাবে না। তাই যাদের বৈধ কাগজপত্র নেই তাদের আগুন দিতে নিষেধ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বদলগাছী ইটভাটা মালিক সমিতির আহ্বায়ক এনামুল হোসেন,বদলগাছী ভাটা মালিক সমিতির যুগ্ম আহবায়ক চঞ্চল হোসেন,যুগ্ম আহবায়ক খান শাহাদাত হোসেনসহ মালিক সমিতির সদস্যবৃন্দ ও শত শত শ্রমিকরা, তারা অবিলম্বে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে স্মারকলিপির বিষয়টি বিবেচনা করে শ্রমিকদের কর্মসংস্থান রক্ষার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের অনুরোধ জানান।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
জুলাই সনদ বাস্তবায়ন আদেশে অনেক বিষয়ে অস্পষ্টতা খেয়াল করেছি: আখতার
পরকীয়ার জেরে লাশ কেটে ২৬ খণ্ড: নিহতের বন্ধু গ্রেপ্তার
মৃত্যুদণ্ড থেকে ফিরে নির্বাচন করব স্বপ্নেও ভাবিনি : বাবর
৪৮ ঘণ্টার আল্টিমেটাম: দাবি না মানলে বসবে না নিম্ন আদালত
ভারত সফরে যাচ্ছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার সর্বোচ্চ সাজার প্রত্যাশা চিফ প্রসিকিউটরের
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আগুন
কার্যক্রম স্থগিত থাকায় আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না
আওয়ামী লীগের লকডাউন কর্মসূচিতে ঢাকার সর্বশেষ পরিস্থিতি
পদ্মা সেতুর সামনে এক্সপ্রেসওয়ে অবরোধ করে ট্রাকে আগুন, ককটেল বিস্ফোরণ
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft