প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৩:৪৫ পিএম

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গঠিত সংসদ ব্যতীত জুলাই সনদের আইনি ভিত্তি দেয়া সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী।
বুধবার (১২ নভেম্বর) রাজধানীর শিল্পকলা একাডেমীতে আয়োজিত এক আলোচনায় সভায় এ মন্তব্য করেন তিনি।
রিজভী বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গঠিত সংসদ ব্যতীত জুলাই সনদের আইনি ভিত্তি সম্ভব নয়। যারা জুলাই সনদের আইনি ভিত্তি দাবি করছেন তারা, আইন তৈরির বৈধ প্রতিষ্ঠান সংসদের পথে না গিয়ে, ভিন্ন পথে যাচ্ছেন।
অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে তিনি বলেন, সরকারের ভেতরেই ভূত আছে, তারা শত্রুপক্ষকে চিহ্নিত না করে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করে গেছে। এ সময় আগাম গণভোটের দাবিকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র বলেও অভিযোগ করেন রিজভী।
আজকালের খবর/বিএস