প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৭:১০ পিএম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে দিনাজপুরের কাহারোলে জাতীয়তাবাদী দল বিএনপিসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা ও কর্মীদের নিয়ে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে কাহারোল টি এন্ড টি রোডে একটি কমিউনিটি সেন্টারে এই যৌথ সভার আয়োজন করা হয়।
এ যৌথ সভার আয়োজন করে কাহারোল উপজেলা বিএনপি ।
এতে প্রধান অতিথি ছিলেন, দিনাজপুর-১ বীরগঞ্জ-কাহারোল আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও দিনাজপুর জেলা বিএনপির সহ-সভাপতি বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি মনজুরুল ইসলাম।
দিনাজপুর জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশার সভাপতিত্বে কর্মী সভায় বক্তব্য রাখেন- দিনাজপুর জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও কাহারোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদ প্রভাষক সামিম ইসলাম।
সভায় আরো বক্তব্য রাখেন, কাহারোল উপজেলা মহিলা দলের সভানেত্রী শামীমা পারভীন, কাহারোল উপজেলা যুবদলের আহব্বায়ক সাদেকুল ইসলাম সাদেক৷ যুগ্ম আহব্বায়ক আবুল হোসেন রাজা, কাহারোল উপজেলা স্বেচ্ছা সেবক দলের সদস্য সচিব অলিউর রহমান, কাহারোল উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক ও বিএনপি'র ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল রানা, কাহারোল উপজেলা বিএনপি'র দপ্তর সম্পাদক মতিউর রহমান, লাবু সরকার জিএম সরকার, সহ অনেকই বক্তব্য রাখেন।
আজকালের খবর/বিএস