আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে আলহাজ্ব মোশারফ হোসেন বিএনপির মনোনয়ন পাওয়ার পর নির্বাচনী যুদ্ধে নতুন মাত্রা যোগ হয়েছে। এর অংশ হিসেবে গতকাল রবিবার (৯ নভেম্বর) বগুড়া-৪ আসনের সাবেক সংসদ সদস্য, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন হাজারো মোটরসাইকেলে দলীয় নেতাকর্মীদের নিয়ে ১নং বুড়ইল ইউনিয়ন ও ৫নং ভাটগ্রাম ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় উন্নয়নের জন্য ধানের শীষে ভোট প্রার্থনা করেছেন দলীয় নেতাকর্মীরা। সে সময় এলাকা জুড়ে ধানের শীষের পক্ষে স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে।
এরপর বিকালে ভাটগ্রাম ইউনিয়নের বিজরুল দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে ভাটগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসেম আলীর সঞ্চালনায় নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব মোশারফ হোসেন বলেন, আজকের নির্বাচনী প্রচারণায় এতো বেশি দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণ আমাদের ঐক্যের প্রতীক। কাহালু-নন্দীগ্রামের জনগণের সমর্থন ও ভালোবাসা আমাদের বিজয়ের পথকে আরো সুগম করবে। আমার দৃঢ় বিশ্বাস সঠিক নেতৃত্ব এবং নীতিতে অটল থাকলে কাহালু-নন্দীগ্রামকে সোনালী ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো। আর ধানের শীষের বিজয় হবেই ইনশাআল্লাহ।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক কেএম শফিউল আলম সুমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
আজকালের খবর/ এমকে