প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৫:১৮ পিএম

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা-এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে "Scientific Article Writing Competition 2025" শীর্ষক বিজ্ঞানভিত্তিক প্রবন্ধ রচনা প্রতিযোগিতা।
বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর জন্য উন্মুক্ত এই প্রতিযোগিতার মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচেতনা, সৃজনশীলতা এবং গবেষণামূলক দক্ষতা বৃদ্ধি করা। প্রতিযোগিতাটি মোট দুই ক্যাটাগরিতে (সায়েন্স ফিকশন ও নন-ফিকশন) অনুষ্ঠিত হবে, যেখানে ১০ জন বিজয়ীকে পুরস্কৃত করা হবে।
আয়োজকরা জানিয়েছেন, বিজয়ীদের জন্য রয়েছে আকর্ষণীয় অঙ্কের নগদ অর্থ এবং মূল্যবান বইয়ের পুরস্কার। প্রথম স্থান অধিকারী পাবেন ৩,০০০ টাকা ও মূল্যবান বই, দ্বিতীয় স্থান ২,০০০ টাকা ও বই, তৃতীয় স্থান ১,৫০০ টাকা ও বই, চতুর্থ স্থান ১,০০০ টাকা ও বই, এবং পঞ্চম স্থানধারী পাবেন মূল্যবান বই। এছাড়াও, সকল অংশগ্রহণকারীকে সনদপত্র প্রদান করা হবে।
প্রতিযোগিতার নিয়মাবলি: প্রতিযোগিতায় অংশ নিতে হলে অংশগ্রহণকারীদের ৮০০–১,২০০ শব্দের মধ্যে প্রবন্ধ জমা দিতে হবে। প্রবন্ধ হতে হবে সম্পূর্ণ মৌলিক; কোনো AI-Generated লেখা গ্রহণযোগ্য হবে না। লেখা বাংলা বা ইংরেজি—দুই ভাষার যেকোনো একটিতে জমা দেওয়া যাবে। ইংরেজি লেখার ক্ষেত্রে ফন্ট হবে Times New Roman, আর বাংলার ক্ষেত্রে SolaimanLipi, SutonnyMJ বা Sonar Bangla ফন্ট ব্যবহার করতে হবে। লেখার সঙ্গে লেখকের নাম, বিভাগ, বর্ষ এবং যোগাযোগ নম্বর যুক্ত করতে হবে। প্রবন্ধটি PDF বা DOCX ফরম্যাটে জমা দিতে হবে (উদাহরণ: Abir AI.pdf)। নির্ধারিত Google Form-এ লিংকের মাধ্যমে ফাইল আপলোড করে জমা দিতে হবে।
উল্লেখ্য, প্রতিযোগিতায় অংশগ্রহণের শেষ তারিখ ১০ নভেম্বর ২০২৫।
আজকালের খবর/বিএস