প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ১:২৮ পিএম

রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়ন এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে যৌথবাহিনী। এসময় ইউনুস মন্ডল নামে একজনকে গ্রেপ্তার করা হয়। সে পাট্টা ইউনিয়নের মাদুলিয়া গ্রামের বাসিন্দা।
সোমবার (১৩ অক্টোবর) এ অভিযান পরিচালিত হয়।
পাংশা থানা সূত্র জানায়, সকাল সোয়া সাতটার দিকে পাংশার পাট্টা ইউনিয়নের মাদুলিয়া গ্রামে ইউনুস মন্ডলের বাড়ি থেকে দুটি পাইপগান, একটি ওয়ান শুটারগান, চারটি কার্তুজ, দুটি রেঞ্জ টিয়ার গ্যাসসেল, চারটি ককটেল, একটি ধারালো কুড়াল, একটি এক্সপেন্ডেবল ব্যাটন ও চারটি পটকা উদ্ধার করা হয়। এসময় ইউনুস মন্ডলকে গ্রেপ্তার করা হয়।
অপরদিকে সকাল সোয়া আটটার দিকে একই ইউনিয়নের নিভা গ্রামের জনৈক ব্যক্তির পাটকাঠির গাদার ভেতর থেকে একটি একনলা বন্দুক, একটি পাইপগান, দুটি বড় আকারের হাসুয়া, ছয়টি ককটেল এবং পাঁচটি পটকা উদ্ধার করা হয়।
পাংশা থানার ওসি মোহাম্মদ সালাউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে এসব অস্ত্রশস্ত্র উদ্ধার করে। এসময় ইউনুস নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একটি হত্যা মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নানা অপকর্মের অভিযোগ রয়েছে বহুদিন ধরে। একটি বিশেষ সম্প্রদায়ের লোক তার ভয়ে তটস্থ থাকত। অস্ত্র উদ্ধারের ঘটনায় একটি মামলা ও একটি জিডি করা হয়েছে।
আজকালের খবর/বিএস