প্রকাশ: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১১:১৮ এএম

বরিশালের গৌরনদীতে ৩৫তম আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালী, বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এসডিডিবি কারিতাস বরিশাল অঞ্চলের আয়োজনে ৭ ই অক্টোবর সকালে নিজস্ব কার্যালয়ের সম্মুখ থেকে র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালী শেষে কারিতাস হল রুমে আঞ্চলিক পরিচালক ফ্রান্সিস বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাবের আহবায়ক জহিরুল ইসলাম জহির, প্রবীণ ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা সুধীর কুমার দাস, সাহেব আলী, উপজেলা সমাজসেবা অফিসের প্রতিনিধি শরিফুল ইসলাম, কারিতাস কর্মকর্তা সুনীল চন্দ্র মল্লিক, মিস্টার পল রায় সহ অন্যান্যরা।
আজকালের খবর/ এমকে