জুলাই গনঅভ্যুত্থান দিবস (৫ ই আগষ্ট) ছাত্র- জনতার আন্দোলনের মধ্যে দিয়ে ২০২৪ সালের ৫ ই আগষ্ট ফ্যাসিবাদী হাসিনা সরকারের দীর্ঘ ১৫ বছরের শাসন আমলের অবসান ঘটে।
দিবসটির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সারাদেশের ন্যায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দীনব্যাপী কর্মসূচীর আয়োজন করা হয়।
দিবসটি উদযাপনে দেশের প্রতিটি জেলায় সকালে শহীদ স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্যে দিয়ে দিবসটি উদযাপনের শুভ সূচনা করা হয়।
তারই ধারাবাহিকতায় বিকেল ৪ ঘটিকায় বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার আগৈলঝাড়া ভেগাই হালদার পাবলিক একাডেমি মাঠ প্রাঙ্গনে আলোচনা সভা ও বিজয় শোভাযাত্রা বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।
বিএনপি নেতা হেমায়েত তালুকদার ও মোল্লা মাহফুজের যৌথ সঞ্চালনায় এবং বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য সাবেক ইউনিয়ন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম আফজাল হোসেনের সভাপতিত্বে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলওয়াত ও পরবর্তীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বরিশাল বিভাগীয় জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা আকন কুদ্দুসুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য এস,এম মনিরুজ্জামান।
জেলা উত্তর বিএনপির সদস্য জহিরুল ইসলাম জহির, জেলা উত্তর বিএনপির সদস্য তাইফুর রহমান কচি, জেলা উত্তর বিএনপির সদস্য আবুল হোসেন লাল্টু, জেলা উত্তর বিএনপির সদস্য মঞ্জুর হোসেন মিলন, জেলা উত্তর বিএনপির সদস্য হোসনেয়ারা বেবী।
সরকারী গৌরনদী কলেজ শাখা ছাত্র দলের সাবেক যুগ্ন- আহবায়ক ও বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. সোহাগ ভুইঁয়া সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
শেষে একটি আনন্দ মিছিল বের হয়ে উপজেলা চত্বর প্রদক্ষিণ করে শান্তি পুর্নভাবে শেষ হয়।
আজকালের খবর/ এমকে