প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৮:৪৯ পিএম

চট্টগ্রাম নগরের নিউ মার্কেট মোড়ে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (২০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নির্বাপণে কাজ করছেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটি অক্সিজেন-নিউ মার্কেট রুটে চলাচল করে।
বাসটি যাত্রী নেওয়ার জন্য নিউ মার্কেট মোড়ে দাঁড়ানো অবস্থায় ছিল। হঠাৎ করে আগুন জ্বলতে দেখলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, বাসে আগুন লাগার সংবাদ আছে সাড়ে ৭টার দিকে। খবর পেয়ে নন্দনকাননের ফায়ার স্টেশনের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল করিম বলেন, বাসটিতে আগুন কেউ দিয়েছে নাকি বাসে নিজে থেকে আগুন ধরেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন।
চট্টগ্রামে এনসিপির জুলাই পদযাত্রাকে ঘিরে আইন-শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে এ ধরনের ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
আজকালের খবর/ওআর