ডিমলায় অবৈধভাবে লটারির টিকিট বিক্রি করায় ৩ জনের কারাদণ্ড
ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫:৪৯ পিএম
নীলফামারীর ডিমলায় "গ্রামীণ কুটির শিল্প মেলা-এর নামে অবৈধভাবে লটারির টিকিট বিক্রির অভিযোগে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৯ জুলাই) সন্ধ্যায় উপজেলার বালাপাড়া ইউনিয়নের ডাঙ্গারহাট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

জানা গেছে, ডিমলায়  সর্দারহাট, ডাঙ্গারহাটসহ বিভিন্ন হাট-বাজারে দীর্ঘদিন ধরে অবৈধভাবে লটারির টিকিট বিক্রি করা হচ্ছে । গোপন সংবাদের ভিত্তিতে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তারের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে ডিমলা সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে মো. আব্দুল লতিফ(৫৫)কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়াও পঞ্চগড় জেলার বোদা উপজেলার কুড়ালি পাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩০)ও ডিমলা উপজেলার খগাখরিবাড়ি ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে সাগর  ইসলাম(২৫)কে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার বলেন, সাধারণ মানুষকে প্রলুব্ধ করে লটারির টিকিট বিক্রি করা এক ধরনের প্রতারণা। এটি একটি আইনবিরুদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। মোবাইল কোর্ট আইন ২০০৯ অনুযায়ী দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

অভিযানকালে লটারি টিকিট  বিক্রির কাজে ব্যবহৃত ১১টি বাক্স ও বিপুল পরিমাণ অবিক্রিত লটারির টিকিট জব্দ করা হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এই অভিযান অব্যাহত থাকবে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলে এলাহী জানান, অবৈধভাবে লটারি টিকিট বিক্রি করার দায় ভ্রাম্যমাণ আদালত একজনকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ও দুইজনের তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।রবিবার নীলফামারী জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
পায়রা বন্দরকে গ্রিন পোর্ট হিসেবে গড়ে তুলতে চাই: নৌপরিবহন উপদেষ্টা
শিল্পী ও ভাস্কর হামিদুজ্জামান খানের মৃত্যুতে উপাচার্যের শোক
কোটালীপাড়ায় নিরিহ মানুষদের গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির সংবাদ সন্মেলন
সাতক্ষীরার তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু
১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ২৩ লাখ ডলার
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন
কুবিতে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের উপর হামলার হুমকি
বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি
১২ লাখ ৫০ হাজার জীবন বিমা বাতিল
হিজড়া সেজে ২৮ বছর ভারতে থাকার পর ধরা পড়লেন বাংলাদেশি যুবক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft