ওয়াশিংটনে গুলিতে নিহত ৩, সন্দেহভাজন পলাতক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ২:১৫ পিএম
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেনটনে স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) রাতে গুলির ঘটনায় অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ।

স্থানীয় সংবাদমাধ্যম সিয়াটল টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার পর থেকে এলাকাজুড়ে ব্যাপক পুলিশি তল্লাশি চলছে এবং জনগণকে ঘটনাস্থল এড়িয়ে চলার আহ্বান জানানো হয়েছে। 

গুলিবর্ষণের ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের কিছু পর, কির্কল্যান্ড এভিনিউ নর্থইস্ট এবং নর্থইস্ট ১৮তম স্ট্রিট সংলগ্ন এলাকার একটি অ্যাপার্টমেন্টে। পুলিশ জানিয়েছে, হামলার পেছনে দায়ী সন্দেহভাজনকে এখনো আটক করা সম্ভব হয়নি।

রেন্টন পুলিশ বিভাগের মুখপাত্র মিঘান ব্ল্যাক বলেন, এটি একটি সক্রিয় অপরাধের স্থান। গুলিবর্ষণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন।

তিনি জানান, গুলি চালানোর সময় সন্দেহভাজন ব্যক্তি অ্যাপার্টমেন্টের ভেতরে আড্ডা দিচ্ছিল, যদিও গুলি চালানোর কারণ কী তা স্পষ্ট নয়। সন্দেহভাজন এবং ভুক্তভোগীরা একে অপরকে চিনত, তবে পুলিশ তাদের সম্পর্কের বিষয়ে বিস্তারিত জানায়নি। নিহতদের দুই নারী ও ১২ বছরের কম বয়সী একটি মেয়ে হিসেবে শনাক্ত করেছে পুলিশ।

গুলি চালানোর সময় দুজন প্রত্যক্ষদর্শীও অ্যাপার্টমেন্টের ভেতরে ছিলেন। ব্ল্যাকের মতে, তারা পালিয়ে যেতে সক্ষম হোন।

ব্ল্যাক বলেন, পুলিশ সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে তথ্য প্রকাশ করছে না, কারণ তারা তাকে শনাক্ত করেছে এবং সক্রিয়ভাবে তাকে খুঁজছে।

এর আগে গত ১১ জুলাই রেনটন ট্রানজিট সেন্টারে এক ৫২ বছর বয়সী ব্যক্তি অজ্ঞাতপরিচয় হামলাকারীদের গুলিতে মারাত্মক আহত হন। বর্তমানে তিনি স্থিতিশীল অবস্থায় চিকিৎসাধীন। ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুইজন ২০ বছর বয়সী এবং একজন ১৮ বছর বয়সীকে আটক করা হয়।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
সাতক্ষীরার তালায় শিক্ষককে কুপিয়ে হত্যা, গণপিটুনিতে হামলাকারীর মৃত্যু
১৯ দিনে রেমিট্যান্স এলো ১৫২ কোটি ২৩ লাখ ডলার
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বদলি আবেদন শুরু
গণতন্ত্র পুনরুদ্ধারে নতুন সদস্যই হবে বড় শক্তি: বিএনপি নেতা বেলাল-ই-বাকি ইদ্রিশী
দলের প্রধানের প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ রাখা উচিত: সালাহউদ্দিন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন
কুবিতে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের উপর হামলার হুমকি
বান্দরবানে এনসিপিকে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি
১২ লাখ ৫০ হাজার জীবন বিমা বাতিল
হিজড়া সেজে ২৮ বছর ভারতে থাকার পর ধরা পড়লেন বাংলাদেশি যুবক
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft