প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ২:০৩ পিএম

ভিয়েতনামের হা লং বে-তে একটি পর্যটকবাহী নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ হয়েছে। স্থানীয় সময় শনিবার (১৯ জুলাই) দুপুরে আকস্মিক ঝড় ও খারাপ আবহাওয়ার কারণে এই দুর্ঘটনা ঘটে।
রবিবার (২০ জুলাই) ভিয়েননাম নিউজ এজেন্সির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া।
প্রতিবেদনে বলা হয়, নৌকাটিতে মোট ৫৩ জন যাত্রী ছিলেন, যাদের বেশিরভাগই হ্যানয় থেকে আসা ভিয়েতনামী পর্যটক।
উদ্ধারকর্মীরা জানিয়েছেন, নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে এবং এখনও অনেকে নিখোঁজ রয়েছেন।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হঠাৎ করে প্রচণ্ড ঝড়-বৃষ্টি ও শিলাবৃষ্টির মধ্যে পড়ে নৌকাটি ডুবে যায়। হা লং বে ভিয়েতনামের একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান।
ঝড়ের কারণে শনিবার ভিয়েতনামে বিমান চলাচলও ব্যাহত হয়েছে। নোই বাই বিমানবন্দর জানিয়েছে , শনিবার নয়টি আগত ফ্লাইটকে অন্য বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং তিনটি ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
আজকালের খবর/বিএস