ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে ট্রাকসহ গ্রেপ্তার ২
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১:৫৩ পিএম
ঢাকার ধামরাইয়ে ডাকাতির প্রস্তুতিকালে একটি ট্রাকসহ দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা ডিবি (উত্তর) পুলিশ। এ সময় তাদের কাছে থেকে ছয় চাকা বিশিষ্ট একটি ট্রাক, একটি ছোরা (উভয় পাশে ধারালো), চারটি লক কাটার যন্ত্র উদ্ধার করা হয়। 

রবিবার (২০ জুলাই) সকালে ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের আমতলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ডিবি পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন- জামালপুর জেলার বকশিগজ্ঞ থানার সাধুরপাড়া গ্রামের মো. বিল্লালের ছেলে মো. শাহাজল (৩৮)। তিনি গাজীপুরের বাইমাইল এলাকায় বসবাস করতেন। ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার মৃত হাকিমের ছেলে মো. সুমন মিয়া (৩৫)। তিনি গাজীপুর জেলার বাসন থানার মোঘরখাল এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, আসামি দুজনের পিসিপিআর পর্যালোচনা করলে দেখা যায়- মো. শাহাজল (৩৮) এর বিরুদ্ধে জামালপুরের বকশীগঞ্জ থানার, জিডি নং-৯৫৫/২০২১, ২৫ মে, ২০২১ এজাহারে অভিযুক্ত। মো. সুমন মিয়ার (৩৫) বিরুদ্ধে (5BTAJ) জিএমপি এর বাসন থানার, এফআইআর নং-১০, ১০ মে, ২০২৫; জি আর নং-১৫৭, তারিখ- ১০ মে, ২০২৫; সময়- ০৯.৩০ ঘটিকার সময়। ধারা- 399/402 The Penal Code, 1860; মামলায় তদন্তে সন্দিগ্ধ।

ঢাকা জেলার ডিবির (উত্তর) অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দেশের বিভিন্ন স্থানে চুরি-ডাকাতিসহ নানা ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
ডিমলায় অবৈধভাবে লটারির টিকিট বিক্রি করায় ৩ জনের কারাদণ্ড
কুবিতে সংবাদ সংগ্রহে বাধা, সাংবাদিকদের উপর হামলার হুমকি
মন্ত্রী-প্রতিমন্ত্রীসহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত ৩ মাসের মধ্যে শেষ করার নির্দেশ
৫০ বছর পার্বত্য চট্টগ্রামকে বিভাজিত করে রাখা হয়েছে: নাহিদ ইসলাম
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: ফাওজুল কবির
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সাজিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
সালাহউদ্দিনকে নিয়ে কটুক্তি করায় কক্সবাজারে বিএনপির তীব্র নিন্দা ও ক্ষোভ
অন্তর্বর্তী সরকার কি আদৌ নির্বাচন আয়োজন করতে পারবে, প্রশ্ন তারেক রহমানের
খুলনা মহানগরীর একটি হোটেল থেকে ৫ জনের মরদেহ উদ্ধার
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft