হিজড়া সেজে ২৮ বছর ভারতে থাকার পর ধরা পড়লেন বাংলাদেশি যুবক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১২:২৯ পিএম
হিজড়া সেজে বাংলাদেশি এক যুবক দীর্ঘ প্রায় ২৮ বছর ধরে ভারতে বাস করে আসছেন বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে। 

তবে ওই যুবক আসলেই বাংলাদেশি কি না, সে ব্যাপারে কোনও তথ্য-প্রমাণ প্রতিবেদনে উপস্থাপন করা হয়নি। এমনকি বাংলাদেশি কর্তৃপক্ষের কোনও বক্তব্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

এনডিটিভি, জি নিউজ, ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ওই যুবকের প্রকৃত নাম আবুল কালাম। তিনি আট বছর ধরে ভারতের মধ্যপ্রদেশের রাজ্য ভোপালে থাকছেন। সেখানে তিনি ‘নেহা’ নাম ব্যবহার করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ভারতে ‘অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিদের’ খোঁজে অভিযান শুরু করেছে দেশটির পুলিশ। সেই অভিযান চালাকালীন মধ্যপ্রদেশের ভোপাল থেকে পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে।

প্রতিবেদন অনুযায়ী, মাত্র ১০ বছর বয়সে ভারতে পাড়ি জমান আবুল কালাম ওরফে নেহা। এরপর প্রায় ২০ বছর তিনি মুম্বাইয়ে ছিলেন। পরে ভোপালে চলে যান। কেউ যাতে তাকে সন্দেহ না করে, তাই তিনি বিগত আট বছর ধরে ভোপালে হিজড়া পরিচয় নিয়ে থাকছিলেন।

স্থানীয় পুলিশের ভাষ্যমতে, নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আবুল কালাম আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট-সহ একাধিক নথি বানিয়েছিলেন। শুধু তাই নয়, পাসপোর্ট ব্যবহার করে কথিত আবুল কালাম একাধিকবার আন্তর্জাতিক ভ্রমণও করেছেন। বর্তমানে ওই যুবক স্থানীয় তালাইয়া থানায় ৩০ দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।

প্রতিবেদনে বলা হয়, আবুল কালাম নামে ওই যুবক ভোপালে যে এলাকায় থাকতেন, সেখানে তিনি ‘নেহা কিন্নর’ নামে পরিচিত ছিলেন। তিনি ভোপালের বুধওয়ারা এলাকার বিভিন্ন বাড়িতে থেকেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, পুলিশ তার কাছ থেকে একাধিক জাল নথি উদ্ধার করেছে। সেই সব জাল নথি কোথা থেকে বানিয়েছিলেন, ওই নথিগুলো বানানোর জন্য তাকে কোনও বড় নেটওয়ার্কের সাহায্য নিতে হয়েছিল কি না পুলিশ সেটাও খতিয়ে দেখছে। সাইবার ক্রাইম বিশেষজ্ঞরা ওই যুবকের মোবাইল ফোনের কল লিস্ট, মেসেজ-সহ অন্যান্য তথ্য খতিয়ে দেখছে।

ভোপালের সিনিয়র পুলিশ কর্মকর্তা শালিনী দীক্ষি বলেছেন, গোপন সূত্রে খবর পাওয়ার পর ওই যুবকের পরিচয় যাচাই করে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি অত্যন্ত গুরুতর, সে কারণে অভিযান চলাকালীন সমস্ত তথ্য গোপন রাখা হয়েছে। 

প্রতিবেদনে আরও বলা হয়, কথিত আবুল কালামের হিজড়া/ ট্রান্সজেন্ডার পরিচয় সত্য কি না তা যাচাই করতে পুলিশ পরীক্ষার ব্যবস্থা করছে। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
চলতি বছর বাংলাদেশ-যুক্তরাষ্ট্র তিনটি সামরিক মহড়া হবে
সাজিদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় ইবি প্রশাসনের সংবাদ সম্মেলন
সেনা সদর নির্বাচনী পর্ষদের উদ্বোধন করলেন প্রধান উপদেষ্টা
জামায়াত কেয়ামত পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে না: গয়েশ্বর
কদমতলীতে মা-মেয়ে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
চরম জনবল সংকটে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বিঘ্নিত হচ্ছে চিকিৎসা সেবা
আন্তর্জাতিক মানবাধিকার সম্মাননায় স্বর্ণপদক পেলেন অ্যাডভোকেট মেহেদী হাসান এলিস
ভুল সিদ্ধান্তে যেন ফ্যাসিবাদ পুনর্বাসনের সুযোগ না পায় : তারেক রহমান
সালাহউদ্দিনকে নিয়ে কটুক্তি করায় কক্সবাজারে বিএনপির তীব্র নিন্দা ও ক্ষোভ
রাজধানীর পল্লবীতে বাসে আগুন
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft