প্রকাশ: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ১২:২০ পিএম

গাজায় ইসরায়েলের ত্রাণ সরবরাহের ওপর অবরোধের মধ্যে মাত্র ৩৫ দিন বয়সী এক শিশু অপুষ্টিতে মারা গেছে। গাজা শহরের আল-শিফা হাসপাতালের পরিচালক মুহাম্মদ আবু সালমিয়া জানিয়েছেন নাম না জানা শিশুটি ছিল শনিবার হাসপাতালে অপুষ্টিতে মৃত দুইজনের একজন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, হাসপাতালগুলোর জরুরি বিভাগে অধিক সংখ্যক অনাহারী মানুষের ভিড় দেখা যাচ্ছে। কর্মকর্তারা জানাচ্ছেন, গাজায় ১৭,০০০ শিশু মারাত্মক অপুষ্টিতে ভুগছে।
এদিকে, ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। শনিবার ভোর থেকে চালানো হামলায় পর্যন্ত গাজা জুড়ে অন্তত ১১৬ জন নিহত হয়েছেন, যাদের মধ্যে ৩৮ জন নিহত হয়েছেন যুক্তরাষ্ট্র-সমর্থিত “গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন” পরিচালিত ত্রাণ কেন্দ্রগুলোর সামনে খাদ্যের সন্ধানে আসার সময় গুলিবিদ্ধ হয়ে।
গাজা সিভিল ডিফেন্স সংস্থার মুখপাত্র মাহমুদ বাসসাল জানান, নিহতদের মধ্যে কেউ কেউ দক্ষিণ গাজার খান ইউনুসের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি ত্রাণ কেন্দ্রের কাছে এবং অন্যরা রাফার উত্তর-পশ্চিমে আরেকটি ত্রাণ কেন্দ্রের কাছে মারা গেছেন। তিনি এই প্রাণহানির জন্য “ইসরায়েলি গুলিবর্ষণ” কে দায়ী করেছেন।
হামাস জানিয়েছে, গাজায় থাকা বাকি বন্দিদের মুক্তির বিনিময়ে যে যুদ্ধবিরতির প্রস্তাব দেওয়া হয়েছিল, তা ইসরায়েল প্রত্যাখ্যান করেছে। তারা আরও জানায়, যদি কোনো চুক্তি না হয়, তাহলে তারা দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত।
ইসরায়েলের গাজা অভিযানে এখন পর্যন্ত কমপক্ষে ৫৮,৭৬৫ জন নিহত এবং ১,৪০,৪৮৫ জন আহত হয়েছেন।
আজকালের খবর/বিএস