
দেশে গণতন্ত্রের সংকট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সংকট থেকে উত্তরণে সবাইকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে ‘গণঅভ্যুত্থান ২০২৪: বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি আয়োজন করে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা।
মির্জা ফখরুল বলেন, সংগ্রাম এখনো শেষ হয়নি। গণতন্ত্রের যে সংকট সামনে দেখা যাচ্ছে, তা থেকে উত্তরণ করতে হলে আমাদের আরও বেশি সজাগ ও সতর্ক থাকতে হবে। আজ গণতন্ত্র পুনরুদ্ধারের যে স্বপ্ন আমরা দেখছি, সেটিকে বাস্তবে রূপ দিতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে, সচেতনভাবে কাজ করতে হবে।
তিনি বলেন, আমাদের তরুণ নেতা আজ দেশের মানুষকে নতুন একটি স্বপ্ন দেখাচ্ছেন। সেই স্বপ্ন বাস্তবায়নে আমাদের সবাইকে তার পাশে দাঁড়াতে হবে, তাঁকে শক্তিশালী করতে হবে।
বিএনপির মহাসচিব বলেন, ভবিষ্যতে জনগণের ভোটে সরকার গঠন করতে পারলে আন্দোলনে শহীদ পরিবারগুলোকে পুনর্বাসন করা হবে আমাদের প্রথম কাজ। শুধু কথায় নয়, এ জন্য একটি তহবিল গঠনের প্রস্তাবও রাখছি, যেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সহায়তা করা যায়।
সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা চলছে। ইনশাআল্লাহ আমরা তা প্রতিহত করব। আমরা চাই, দেশে এমন একটি গণতান্ত্রিক পরিবেশ গড়ে উঠুক যেখানে মানুষ নির্ভয়ে ভোট দিতে পারে।
তিনি বলেন, আমরা বলছি না বিএনপিকেই ক্ষমতায় আনুন। আমরা চাই একটা ভালো নির্বাচন হোক, যাতে সব রাজনৈতিক শক্তি মিলে দেশের উন্নয়নে কাজ করতে পারে।
মির্জা আব্বাস আরও অভিযোগ করেন, সম্প্রতি আমার এলাকায় কিছু মিছিল হয়েছে। দীর্ঘদিন পরে এমন আওয়াজ কানে এল। পরে জানতে পারি, এসব কর্মসূচিতে আওয়ামী লীগের নেতাদেরও অংশগ্রহণ ছিল। আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বলব, আবার তাঁদের ছায়ায় ঘুরে বেড়াব—এটা তো হতে পারে না।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক তৌফিকুল ইসলাম মিথিলা। আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, রুহুল কবির রিজভী, অধ্যাপক মোর্শেদ হাসান খান ও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আব্দুল হান্নান চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আবু হোরায়রা, গণঅভ্যুত্থানে নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধ, ইমতিয়াজ আহমেদ আবির, সাজ্জাদ হোসেন সজলের স্বজন এবং আহত আল মিরাজসহ আয়োজক কমিটির নেতারা।
আজকালের খবর/বিএস