প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৭:৩৬ পিএম

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই ‘জুলাই গণহত্যার’ বিচার সম্পন্ন করার দাবি জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের মহাসমাবেশে বক্তৃতাকালে তিনি এ দাবি জানান।
রফিকুল ইসলাম বলেন, ফ্যাসিবাদী হাসিনা সরকার একের পর এক গণহত্যা চালিয়েছে। ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে, পিলখানায় দেশপ্রেমিক সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে আলেম–ওলামাদের হত্যা করে তারা গণহত্যা করেছে।
দলের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে বিচারিক হত্যা করা হয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, জামায়াতকে নিশ্চিহ্ন করতে আমাদের বহু নেতাকে হত্যা করা হয়েছে। সর্বশেষ জুলাই আন্দোলনে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে।
রফিকুল ইসলামের ভাষ্য, বাংলাদেশের ১৮ কোটি মানুষের দাবি—এই গণহত্যার বিচার করতে হবে। বিচারের নামে কোনো তামাশা মেনে নেওয়া হবে না।
তিনি অভিযোগ করেন, এক বছর পেরিয়ে গেলেও এখনো বিচার কার্যক্রম দৃশ্যমান নয়। তাই নির্বাচনের আগেই বিচার শেষ করার আহ্বান জানান তিনি।
সরকারের ভেতরে–বাইরে থাকা ফ্যাসিবাদের দোসরদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনারও দাবি জানান জামায়াতের এ নেতা। তিনি বলেন, বাংলাদেশে কোনো ফ্যাসিবাদী শাসন ফিরে আসতে দেওয়া হবে না।
আজকালের খবর/ওআর