জুলাই-আগস্টের ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সকল শহীদদের স্মরণে নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত হয়েছে মিলাদ মাহফিল ও স্মরণসভা।
শনিবার (১৯ জুলাই) দুপুর ২টায় উপজেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত এ সভায় অংশগ্রহণ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক পলিন তালুকদারের সভাপতিত্বে ও সদস্য সচিব ইয়াসির আরাফাত হৃদয়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন- উপজেলা যুবদলের আহ্বায়ক, এনামুল হক ছোটন, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ফয়সাল আহমেদ, সাধারণ সম্পাদক মাইনুল হক রিকন, উপজেলা ওলামা দলের সভাপতি মো. আনোয়ার হোসেন।
সভায় উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. মাজহারুল হক পলিন বলেন, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান আমাদের স্বাধীনতা ও গণতন্ত্রের ইতিহাসে এক অনন্য অধ্যায়। এ সময়ে ছাত্রদলের ১৪৪ জনসহ বিএনপির প্রায় ৫ শতাধিক নেতাকর্মী শহীদ হন। তাদের রক্তের বিনিময়েই আজকের গণতান্ত্রিক লড়াই নতুন গতি পেয়েছে। এই আন্দোলনের পুরোভাগে ছিল ছাত্রদলই স্বৈরাচারবিরোধী প্রথম স্লোগান, কারফিউ ভেঙে রাজপথে মিছিল সবকিছুতেই নেতৃত্ব দিয়েছে ছাত্রদল।’
এ সময় ছয়টি ইউনিয়নের ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ আরো উপস্থিত ছিলেন- ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জসিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল গাজী, তোফায়েল আহমেদ পিকন, রুবেল মিয়া, জুমেল আহমেদ, জার্মান শেখ, রাজন, ফারহান তালুকদার, মঞ্জু রহমান, আবু সুফিয়ান, সাকিব মিয়াসহ প্রমুখ।
আজকালের খবর/ওআর