প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ৪:১৮ পিএম

পাবনার আটঘরিয়া উপজেলার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী স্ট্রোক জনিত কারণে তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তার বাড়ি মাজপাড়া ইউনিয়নের পারাসিধাই দিয়ারপাড়া গ্রামে।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে আজ বাদ আসর দক্ষিণ হারলপাড়া কবর স্থানে তার দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি স্ত্রী, ২ ছেলে ১ মেয়ে সহ অসংখ্য আত্নীয় স্বজন রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার সময় হঠাৎ করে তার বুকে ব্যাথা শুরু হলে তাৎক্ষণিক বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী কবিরাজ মৃত্যুবরণ করেন।
এ সময় রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুল ইসলাম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার জহুরুল হক, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত মল্লিক, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী সিদ্দিকীসহ অনেকেই।
আজকালের খবর/ওআর