যুক্তরাষ্ট্রে পুলিশের প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণ, নিহত ৩
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৯ জুলাই, ২০২৫, ১২:৩৩ পিএম
যুক্তরাষ্ট্রে পুলিশের একটি প্রশিক্ষণকেন্দ্রে বিস্ফোরণের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার (১৮ জুলাই) লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ ডিপার্টমেন্টের বিসকাইলুজ প্রশিক্ষণকেন্দ্রে ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় এক কর্মকর্তা একে দুর্ঘটনা বলে অভিহিত করেছেন। 

লস অ্যাঞ্জেলেস কাউন্টি শেরিফ রবার্ট লুনা বলেন, এটা দুঃখজনক যে আমাদের তিনজন সদস্য মারা গেছেন। অন্য কোনো বিভাগের কোনো সদস্য আহত হননি বা কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি বলেও উল্লেখ করেন তিনি।

বিস্ফোরণের কয়েক ঘন্টা পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় লুনা জোর দিয়ে বলেন, স্থানীয় কর্তৃপক্ষ এখনো বিস্ফোরণের কারণ নির্ধারণ করতে পারেনি। তবে এই ঘটনায় সেখানে থাকা লোকজনের জন্য কোনো ধরনের হুমকি নেই বলেও তিনি আশ্বস্ত করেছেন।

রবার্ট লুনা বলেন, বিস্ফোরণের ৩০ মিনিটের মধ্যেই এলএপিডি বোম্ব স্কোয়াড ঘটনাস্থলে প্রবেশ করে লোকজনকে নিরাপদে সরিয়ে নিয়েছে। তিনি বলেন, আমাদের বিস্ফোরণের আগের ঘটনা জানতে হবে এবং শুরু থেকেই কী ঘটেছিল তা তদন্ত করতে হবে। এই মুহূর্তে আমাদের কাছে এর বাইরে কোনো তথ্য নেই।

লস অ্যাঞ্জেলেসের পুলিশ বিভাগের একটি বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটের সঙ্গে এফবিআই এবং অ্যালকোহল, তামাক, আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক ব্যুরোর গোয়েন্দা এবং কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

যে এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে সেখানকার একজন নির্বাচিত নগর কর্মকর্তা সন্ত্রাসবাদের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন এবং এটিকে ‌‘একটি মর্মান্তিক দুর্ঘটনা’ বলে অভিহিত করেছেন। খবর এএফপির। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
কুমিল্লা বার্ড প্রাঙ্গণে বিরল ‘রুটিফল’ এখন আকর্ষণের কেন্দ্রবিন্দু
আটঘরিয়ার বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলীর দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন
বিলম্ব না করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করুন, অন্তর্বর্তী সরকারকে মির্জা ফখরুল
কক্সবাজারে এনসিপির কেন্দ্রীয় নেতারা, নিরাপত্তা জোরদার
বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সমাবেশে আসার পথে সড়ক দুর্ঘটনায় উপজেলা জামায়াত আমিরের মৃত্যু
জামায়াত একাত্তরে প্রতারণা করেছে: বরগুনায় বিএনপি
জুলাই-আগস্টে শহীদদের স্মরণে গাজীপুর মহানগর বিএনপি ও অঙ্গসংগঠনের মৌন মিছিল
বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে শুরু হলো স্টারলিংকের যাত্রা
পাংশায় জুলাই স্মরণে ও মাদকমুক্ত সমাজ গঠনে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট শুরু
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft