মঙ্গলবার ১৫ জুলাই ২০২৫
ইরানের সেই সাহসী সংবাদ পাঠিকা পেলো ভেনেজুয়েলার জাতীয় পুরস্কার
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩০ জুন, ২০২৫, ১২:০২ পিএম
ইসরাইলি হামলার সময় চরম সাহসিকতা দেখানো সেই ইরানি সংবাদ পাঠিকাকে জাতীয় পুরস্কার দিলো ভেনেজুয়েলা। সাংবাদিকতায় অসামান্য অবদান রাখায় সাইমন বলিভার পুরস্কার পেয়েছেন সাহার ইমামি। শুধু সাহারা নন, ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) আরও দুই কর্মী—নীমা রেজবপুর এবং মাসুম আজিমিকেও এই পুরস্কার দেওয়া হয়েছে। তাঁদের হয়ে এই পুরস্কার গ্রহণ করেছেন ভেনেজুয়েলায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত আলী শেগিনি। ইরানি সংবাদমাধ্যম প্রেসি টিভি এ তথ্য জানিয়েছে।

গত শনিবার, ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ‘জাতীয় সাংবাদিকতা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেগিনির হাতে পুরস্কার তুলে দেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। এ সময় ইসলামি প্রজাতন্ত্র ইরান ব্রডকাস্টিংয়ের (আইআরআইবি) কার্যালয়ে ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানান তিনি। হামলার সময় ভবনের ভেতর যারা ছিলেন তাঁদের সাহসের ভূয়সী প্রশংসা করেন।

প্রেসিডেন্ট মাদুরো বলেন, ‘ইরানি তিন গণমাধ্যমকর্মীকে আজ যে পুরস্কার দেওয়া হলো, তা শুধু ভেনেজুয়েলার দৃষ্টিভঙ্গিই নয়, পুরো বিশ্বই তাঁদের এই পুরস্কারের যোগ্য মনে করে বলেই মনে করছি। এই পুরস্কার পুরো বিশ্বেরই সর্বসম্মত মনোভাবের প্রতিফলন। এর মাধ্যমে সাহস ও সত্যকে মূল্যায়ন করা হলো।’


ইরান-ইসরাইল সাম্প্রতিক যুদ্ধে আইআরআইবির কেন্দ্রীয় কার্যালয়ে বিমান হামলা চালায় ইসরাইলি বাহিনী। সে সময় সরাসরি সম্প্রচার চলছিলো। ফলে, পুরো বিশ্বই ইসরাইলের হামলার সাক্ষী হয়েছে। ১৬ জুন ইসরাইলের ওই হামলার সময় খবর পড়ছিলেন সাহারা ইমামি। প্রথম বিস্ফোরণে ভবন কেঁপে উঠলেও তিনি শক্ত থাকেন এবং সম্প্রচার চালিয়ে যান, সেই সঙ্গে হামলার নিন্দা জানান। কয়েক মুহূর্ত পর আরও একটি বিস্ফোরণে স্টুডিও ধোঁয়া ও ধুলায় ঢেকে যায়, ফলে তাঁকে সেখান থেকে সরে যেতে হয়। কিছুক্ষণ পর তিনি আবার পর্দায় ফিরে আসেন এবং আইআরআইবির রাজনৈতিক বিভাগের উপপ্রধান এবং নিউজ ডিরেক্টর হাসান আবেদিনির সঙ্গে ইসরাইলি হামলার নিন্দা জানান।

এ ঘটনার পর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সাহারা ইমামিকে বাহবা দেন।
 
আজকালের খবর/ এমকে








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
বাউল শিল্পী মো. নূর হোসেনের সংগীতযাত্রা
বাউল শিল্পী মিজানুর রহমানের গান হৃদয়ে ঢেউ তোলে
জুলাইয়ে তরুণরা যা করেছে, তা চিরস্মরণীয়: প্রধান উপদেষ্টা
গানের ভেতর একজন সাইফ উদ্দিন
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি আগামীকাল
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
নিজ হাতে আইন তুলে নেয়ার অধিকার কারো নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা
যুক্তরাষ্ট্রের সঙ্গে তৃতীয় পর্যায়ের আলোচনার প্রস্তুতি নেওয়া হচ্ছে: বাণিজ্য উপদেষ্টা
জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি মমিনুর রশীদ, মহাসচিব কামরুল ইসলাম
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩৩০
বড় পাথর মারা শার্ট-জিনস পরা ব্যক্তিটি কে?
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft