প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৭:৩০ পিএম

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা জব্দ করেছে কোস্টগার্ড।
সোমবার (২৩ জুন) মধ্য রাত ১টার দিকে টেকনাফের শিশুপার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে এসব গাঁজা জব্দ করা হয়।
গণমাধ্যমে এমন তথ্য নিশ্চিত করে বাংলাদেশ কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার হারুন-অর-রশীদ জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানাধীন শিশুপার্ক সংলগ্ন মেরিন ড্রাইভ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় একটি মাইক্রোবাসের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্ট গার্ড অভিযানিক দল কর্তৃক গাড়ীটি থামানো হয়। পরবর্তীতে উক্ত গাড়ি তল্লাশি করে গাড়ির ব্যাক ডালায় রাখা একটি ব্যাগ হতে ৩ লাখ টাকা মূল্যের ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
তিনি আরো বলেন, কোস্ট গার্ড অভিযানিক দলের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় এবং গাড়িতে অবস্থানরত অন্য ৪ জন ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত গাঁজার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা না পাওয়ায় মুচলেকা নিয়ে গাড়িসহ ছেড়ে দেওয়া হয়।
জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আজকালের খবর/ওআর