বৃহস্পতিবার ১০ জুলাই ২০২৫
ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ থানার ওসিসহ ৮ জনকে বদলি...
মোজাম্মেল চৌধুরী, ব্রাহ্মনবাড়িয়া
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৬:৪৮ পিএম
ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  ও পরিদর্শক পর্যায়ে ব্যাপক রদবদল হয়েছে।

রবিবার রাতে পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত এক চিঠিতে বদলির এই আদেশ দেওয়া হয়। ওই আদেশে অবিলম্বে সিদ্ধান্ত কার্যকর করার বিষয়টি জানানো হয়। 

আদেশ ব্রাহ্মণবাড়িয়া জেলার পাঁচটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও দুইজন পুলিশ পরিদর্শককে জেলা অভ্যন্তরে বিভিন্ন থানায় বদলি ও একজন পুলিশ পরিদর্শককে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা করা হয়েছে। 

আদেশে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বিল্লাল হোসেনকে পুলিশ পরির্দশক সদর কোর্ট, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসানকে পুলিশ পরির্দশক সদর কোর্ট, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আব্দুর রাজ্জাককে পুলিশ পরিদর্শক (ডিএসবি),  নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খাইরুল আলমকে আশুগঞ্জ  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোরশেদুল আলম চৌধুরীকে সরাইল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া নাসিরনগর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে জেলা পুলিশ লাইন্সে লাইনওয়ার থাকা মুহাম্মদ আজাহারুল ইসলামকে, নবীনগর থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শাহীনূর ইসলামকে ও বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: হাসান জামিল খানকে পদায়ন করা হয়েছে।

বদলির বিষয়টি নিশ্চিত করে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মো. এহতেশামুল হক বলেন, নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে তাদেরকে বদলি করা হয়েছে। বদলির এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে। আশা করা যাচ্ছে বদলি ও পদায়নকৃত কর্মকর্তাদের মাধ্যমে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত হবে। 

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
যেভাবে জানা যাবে এসএসসির ফল
ফের এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
পীরগাছায় সরকারি গাছ কেটে নিলেন দুই ইউপি সদস্য
১৮-৩২ বছর বয়সী ভোটারদের জন্য আলাদা বুথের কথা ভাবছে সরকার: প্রেস সচিব
এনসিপির শ্রমিক উইংয়ের চট্টগ্রাম নগর কো-অর্ডিনেশন কমিটি গঠন, সমন্বয়কারী মহিউদ্দিন জিলানী
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সরকারি চাকরি না পাওয়ায় স্বামীকে ডিভোর্স, থানায় অভিযোগ
গোমতী নদীর পানিবৃদ্ধি ও বিপদসীমার আশঙ্কা: কুমিল্লায় জরুরি সতর্কতা জারি
খালিয়াজুরীতে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপিত হলেও নেই কার্যক্রম
অভিনেত্রী আনোয়ারার সঙ্গে দিয়ামনি ই-কমিউনিকেশনের সৌজন্য সাক্ষাৎ
সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ঝড়ের আভাস
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft