বুধবার ৯ জুলাই ২০২৫
সাতক্ষীরায় ফেনসিডিলসহ আটক ৩
এস এম তৌহিদুজ্জামান, সাতক্ষীরা
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৬:৪৪ পিএম
সাতক্ষীরার কালিগঞ্জে অভিযান চালিয়ে ৩৯৮ বোতল ফেনসিডিলসহ তিনজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যার)। 

সোমবার (২৩ জুন) সকাল সাড়ে সাতটার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা সানি মার্কেটের দোতলায় মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেনের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান থেকে ফেনসিডিল জব্দ ও তিনজনক আটক করা হয়। 

আটক কৃতরা হলেন, কালীগঞ্জ উপজেলার ভাড়াসিমলা ইউনিয়নের খামারপাড়া গ্রামের আব্দুল হামিদ গাজীর ছেলে সানি মার্কেটের কেয়ারটেকার আব্দুল গফফার (৬২), ওই মার্কেটের নৈশ প্রহরী একই উপজেলার শীতলপুর গ্রামের রণজিৎ সরকারের ছেলে অমল সরকার (৫৫) ও ব্রজপাটুলি গ্রামের আনছার আলীর ছেলে মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর আলম (৩৮)।

র‌্যাব-৬ খুলনার সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার  অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল হক জানান, ভারত থেকে অবৈধ পথে বিপুল পরিমান ফেন সিডিল ঢাকায় নিয়ে যাওয়ার জন্য নলতার সানি মার্কেটে মজুত করা হয়েছে মর্মে তিনি গোপনে খবর পান। এরপর  সকাল সাড়ে সাতটার দিকে তার নেতৃত্বে র‌্যাব সদস্যরা নলতার সানি মার্কেটের মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেনের ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের শার্টার খোলার পর দোকানের মধ্যে রাখা বস্তাভর্তি ৩৯৮ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

এ সময় আটক করা হয় মাদক ব্যবসায়ি জাহাঙ্গীর হোসেন, তার সহযোগী সানি মার্কেটের কেয়ার টেকার আব্দুল গফফার ও নৈশ প্রহরী অমল সরকারকে।

তাদের ব্যবহৃত তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। এ ঘটনায় ডিএডি হাবিবুর রহমান বাদি হয়ে আটকদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় মাদক আইনে মামলা করেছেন।

আজকালের খবর/বিএস 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেশবন্ধু সুগার মিলসে উৎপাদন শুরু
দুর্যোগের আগাম বার্তা জানাচ্ছে লাইট হাউজ
পানি নিষ্কাশনের অভাবে আবারও তলিয়ে গেছে ফেনী
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ৬ সাংবাদিকদের স্বরণে স্মরণ সভা
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ৬ সাংবাদিকদের স্বরণে স্মরণ সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিটিভিকে চাঙা করতে কমছে বিজ্ঞাপনের মূল্যহার
দেবীদ্বারে তরুণদের প্রথম ভোট হবে ধানের শীষে
নম্বরপত্র ও সার্টিফিকেট প্রদানে জটিলতা: ইবি ছাত্র ইউনিয়নের প্রতিবাদ
নাসিরনগরে জুলাই যোদ্ধাদের মানববন্ধন
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ৬ সাংবাদিকদের স্বরণে স্মরণ সভা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft