বুধবার ৯ জুলাই ২০২৫
এশিয়া কাপ আর্চারিতে সোনা জিতলেন আলিফ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৭:৪৪ পিএম
এশিয়া কাপ আর্চারির (লেগ-২) রিকার্ভ পুরুষ এককে ফাইনাল নিশ্চিত করার মধ্য দিয়েই পদক জয়ের আশ্বাস দিয়েছিলেন বাংলাদেশের প্রতিভাবান আর্চার আব্দুর রহমান আলিফ। এবার সেই আশ্বাস রূপ নিল বাস্তবতায়।
 
আজ শুক্রবার সিঙ্গাপুরে অনুষ্ঠিত ফাইনালে জাপানের মিয়াতা গাকুতোকে ৬-৪ সেট পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়নের মুকুট পরেছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি এই আর্চার।  

লড়াইটা ছিল রুদ্ধশ্বাস। তবে শুরু থেকেই দুর্দান্ত ছন্দে ছিলেন আলিফ। প্রথম দুই সেট জিতে এগিয়ে যান ২৮-২৭ ও ২৯-২৮ পয়েন্টে। তবে হার মানেননি গাকুতো। পরের দুই সেট ২৮-২৭ ও ২৭-২৬ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান জাপানের এই আর্চার।

সব কিছু নির্ভর করছিল পঞ্চম ও শেষ সেটের উপর। এখানে নিজের সেরা ছন্দে ফিরে আসেন আলিফ। দারুণ নৈপুণ্যে ২৯-২৬ পয়েন্টে সেটটি জিতে নিশ্চিত করেন কাঙ্ক্ষিত স্বর্ণপদক।

এর আগে এলিমিনেশন রাউন্ডে ‘বাই’ পেয়ে আলিফ সহজেই জায়গা করে নেন শেষ বত্রিশে। সেখানে চীনের আলিনকে ৬-২ ব্যবধানে হারিয়ে ওঠেন শেষ ষোলোতে। এরপর মালয়েশিয়ার মুহাম্মাদ শাফিককে ৬-৪ এবং চাইনিজ তাইপের লি কাই-ইয়েনকে জমাট লড়াইয়ে ৭-৩ ব্যবধানে হারিয়ে পৌঁছে যান সেমি-ফাইনালে। সেমিতে চাইনিজ তাইপের চেন পিন-আনকে ৬-২ সেট পয়েন্টে হারিয়ে জায়গা করে নেন ফাইনালে।

তবে দলগত ইভেন্টে ব্রোঞ্জের লড়াইয়ে সফল হতে পারেনি বাংলাদেশ। আব্দুর রহমান আলিফ, রাম কৃষ্ণ সাহা ও রাকিব মিয়াকে নিয়ে গড়া দলটি চাইনিজ তাইপের বিপক্ষে ৫-৩ সেট পয়েন্টে হেরে শেষ করে পদক লড়াই। ম্যাচের শুরুতে ৫৬-৫৩ ব্যবধানে পিছিয়ে পড়লেও দ্বিতীয় সেটে ৫৩-৫৩ সমতা আনে বাংলাদেশ। তৃতীয় সেট ৫৬-৫৫ ব্যবধানে জিতে ম্যাচে ফেরে দলটি। তবে চতুর্থ সেটে ৫৬-৫২ ব্যবধানে হেরে ব্রোঞ্জ হাতছাড়া হয়।

এই ইভেন্টে ভারতকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে জাপান।

এদিকে কম্পাউন্ড পুরুষ এককে বাংলাদেশের হিমু বাছাড়ের সামনে ছিল ব্রোঞ্জ জয়ের সুযোগ। ভারতের সাচিন ছেছির সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই করেও মাত্র দুই পয়েন্টের ব্যবধানে (১৪৮-১৪৬) হেরে পদক হাতছাড়া করেন তিনি।

আজকালের খবর/ওআর




 








http://ajkalerkhobor.net/ad/1751440178.gif
সর্বশেষ সংবাদ
দেশবন্ধু সুগার মিলসে উৎপাদন শুরু
দুর্যোগের আগাম বার্তা জানাচ্ছে লাইট হাউজ
পানি নিষ্কাশনের অভাবে আবারও তলিয়ে গেছে ফেনী
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ৬ সাংবাদিকদের স্বরণে স্মরণ সভা
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ৬ সাংবাদিকদের স্বরণে স্মরণ সভা
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
বিটিভিকে চাঙা করতে কমছে বিজ্ঞাপনের মূল্যহার
দেবীদ্বারে তরুণদের প্রথম ভোট হবে ধানের শীষে
নম্বরপত্র ও সার্টিফিকেট প্রদানে জটিলতা: ইবি ছাত্র ইউনিয়নের প্রতিবাদ
নাসিরনগরে জুলাই যোদ্ধাদের মানববন্ধন
জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে শহীদ ৬ সাংবাদিকদের স্বরণে স্মরণ সভা
Follow Us
সম্পাদকমণ্ডলীর সভাপতি : গোলাম মোস্তফা || সম্পাদক : ফারুক আহমেদ তালুকদার
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : হাউস নং ৩৯ (৫ম তলা), রোড নং ১৭/এ, ব্লক: ই, বনানী, ঢাকা-১২১৩।
ফোন: +৮৮-০২-৪৮৮১১৮৩১-৪, বিজ্ঞাপন : ০১৭০৯৯৯৭৪৯৯, সার্কুলেশন : ০১৭০৯৯৯৭৪৯৮, ই-মেইল : বার্তা বিভাগ- newsajkalerkhobor@gmail.com বিজ্ঞাপন- addajkalerkhobor@gmail.com
কপিরাইট © আজকালের খবর সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft