প্রকাশ: শুক্রবার, ২০ জুন, ২০২৫, ৬:৫০ পিএম

কক্সবাজারের টেকনাফে সাগরে মাছ ধরার দু’টি নৌকার সংঘর্ষে হেলাল উদ্দিন (২১) নামের এক জেলের নিহত হয়েছেন। শুক্রবার (২০ জুন) বেলা ১২টার দিকে টেকনাফ সমুদ্র সৈকতের খোনকার পাড়াস্থ নারকেল বাগান সংলগ্ন নৌঘাটে এ ঘটনা ঘটে।
নিহত জেলে টেকনাফ উপজেলার সদর ইউপির পশ্চিম খোনকার পাড়ার সেলিম মাঝির ছেলে হেলাল উদ্দিন (২১)।
স্থানীয় জেলে সূত্রে জানা যায়, সকালে বঙ্গোপসাগরে মাছ শিকারের পর নৌকা কূলে ভিড়াতে প্রস্তুতি নিচ্ছিল হেলাল উদ্দিনসহ অন্য জেলেরা। ওই সময় পেছন থেকে আসা আরেকটি নৌকা ঢেউয়ের তোড়ে ওই নৌকাটিতে আঘাত করে। হেলাল উদ্দিন দুই নৌকার মাঝখানে পড়ে মাথায় গুরুতর আঘাত পায়।
স্থানীয়রা আরও বলেন, তাৎক্ষণিক উপস্থিত জেলেরা তাকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে টেকনাফ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, নৌ-ঘাট সংলগ্ন সাগরে দু’টি নৌকার সংঘর্ষে হেলাল নামে এক জেলে নিহত হয়েছেন বলে শুনেছি। এ বিষয়ে বিস্তারিত আরও খোঁজ-খবর নেওয়া হচ্ছে।
আজকালের খবর/ওআর